গোলাম আহমদ কাদিয়ানী কিভাবে নবী হলেন সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো ভিডিওটি দেখুন
Автор: S.A Sowrob ইসলামিক মিডিয়া
Загружено: 2020-06-01
Просмотров: 119
Описание:
#sasowrob#ইসলামিকমিডিয়া#sasowrobইসলামিকমিডিয়া
Facebook ling,,,,
/ sasowrob2069
👉কাদিয়ানীরা কাফের কেন?
কুরআন, হাদীস ও ইসলামী নীতিমালার ভিত্তিতে কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম ও কাফের। যার কারনে পৃথিবী র সকল আলেমদের ঐক্যমতে তারা অমুসলিম ও কাফের সাব্যস্ত হয়। নিম্নে তাদের কাফের হওয়ার অসংখ্য কারনের মধ্যে কয়েকটি উল্লেখ করা হল:
১.খতমে নবুওয়াতের বিশ্বাস অস্বীকার:কুরআন হাদীসের দলীল ও সাহাবায়ে কেরাম,তাবেঈন,তাবে 'তাবেঈনসহ চৌদ্দশ বছরের সকল মুসলমানের ঐক্যমত যে,আমাদের প্রিয়নবী মুহম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ নবী। তারপর আল্লহ তা'আলা কোনো ধরনের কোন নবী আর পাঠাবেন না।এটি মুসলমানদের মৌলিক আক্বীদা -বিশ্বাসের অন্যতম। এর অস্বীকারকারীরা কাফের। কাদিয়ানী সম্প্রদায় ইসলামের এই মৌলিক ও গুরুত্বপূর্ণ বিশ্বাসকে অস্বীকার করে মির্যা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মেনে নিয়েছে। এটা সরাসরি কুফরী।
২. নবুওয়াত দাবী :
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদীস শরীফে স্পষ্টভাবে বলেছেন,আমি শেষ নবী।আমার পর আর কোন নবী হবে না।অন্য হাদীসে বলেছেন, আমার পর ত্রিশজন মিথ্যাবাদী ও ভন্ড -প্রতারক নবুওয়াতের দাবী করবে (আবু দাউদ,৫৯৬) ।যুগেযুগে যারাই নবুওয়াতের দাবী করছে, তৎকালিক ওলামায়ে কেরাম তাদেরকে ও তাদের অনুসারীদেরকে কাফের ফতোয়া দিয়েছেন। মির্যা গোলাম আহমদ কাদিয়ানী নিজে নবী হওয়ার দাবী করেছে।
এমনকি নিজে মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার মত জঘন্য দাবী ও করেছে। (নাউযুবিল্লাহ) কাদিয়ানীরা তার এই মিথ্যা দাবীর উপর ঈমান এনে তাকে গ্রহণ করেছে যা স্পষ্ট কুফরী। (দেখুন,একটি ভুল সংশোধন ,পৃষ্ঠা;৪;রুহানী খাযায়েন, ২২ /৫০৩,১৮ /২৩১)
৩. নবীগণের সাথে বেয়াদবী ও অশালীন বক্তব্য:
নবীগণের সাথে বেয়াদবী ও তাদের সম্পর্কে অশালীন কথাবার্তা স্পষ্ট কুফরী।মির্যা গোলাম আহমদ কাদিয়ানী নবীগণের সাথে বেয়াদবী করেছে এবং তাদের সম্পর্কে অশালীন কথাবার্তা বলেছ।
#ঈসা আলাইহিস্সালাম সম্পর্কে মির্যা গোলাম আহমদ কাদিয়ানীর কুফরী বক্তব্য:
"ঈসা আলাইহিস্সালাম অধিকাংশ সময় গালিগালাজে অভ্যস্ত ছিলেন এবং তার মিথ্যা বলার অভ্যাস ছিল।"(রুহানী খাজায়েন ১১ /২৮৯) "ঈসা আলাইহিস্সালাম মদ পান করতেন।"(কিশতিয়ায়েনূহ,৬৫)
৪. মুসলমানদেরকে কাফের বলা ও অকথ্য ভাষায় গালিগালাজ করা:
মির্যা গোলাম আহমদ কাদিয়ানী তার মিথ্যা নবুওয়াতকে অস্বীকারকারী সকল মুসলমানকে কাফের বলেছে(তাযকিরাহ,৫১৯) ।এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদেরকে বেশ্যা ও খানকীর বাচ্চা বলেছে। (রুহানী খাজায়েন ৫ /৫৪৭)
এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যার ভিত্তিতে মির্যা ও তার অনুসারীরা কাফের ও অমুসলীম সাব্যস্ত হয়।
যার ফলে সৌদী আরব, কুয়েত,কাতার, পাকিস্তানসহ অন্নান্য অনেক মুসলীম রাষ্ট কাদিয়ানীদেরকে কাফের ও অমুসলীম ঘোষনা করেছে।
১৯৭৪সালে রাবেতা আলমের তত্ত্বাবধানে মক্কা শরীফে অনুষ্ঠিত কন্ফারেন্সে বিশ্বের ১৪৪টি রাষ্ট্রের মুসলীম প্রতিনিধিগণের উপস্থিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষনা করা হয়।
আসুন আমরা আমাদের মূল্যবান ঈমান হেফাজত করি।
আল্লাহ তায়ালা সকল বাতিলের খপ্পর থেকে আমাদের জান,মাল,ইজ্জত,ঈমান,আমল হেফাজত করুন। আমীন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: