#Thebongsuspense
Автор: TheBongsuspense
Загружено: 2026-01-17
Просмотров: 350
Описание:
#Thebongsuspense | The Last Passenger | শেষ যাত্রী | Subhodip Ghosh | Part2 | #DetectiveStory
হঠাৎ জ্ঞান ফিরল সুজাতার। চোখের সামনে অন্ধকার! নিজের হাত দুটো পেছনে বাঁধা অবস্থায় পেল সুজাতা। কোনরকমে উঠে বসলো ও। চারিদিকে অন্ধকার.. কেমন একটা ঝিমুনি লাগছে সারা শরীরে। হঠাৎ কেমন একটা পঁচা গন্ধ নাকে আসলো ওর?
কেমন একটা মাছি ভনভন করার শব্দও আসছে!
সুজাতা কিছুক্ষণের মধ্যেই অনুভব করলো ওর দুই ঠোঁটের উপরের দিকে কি একটা সেলুটেপের মতন কিছু আটকানো আছে। ও বুঝতে পারল ওর মাথার ডান দিকটা ফেঁটে গেছে, সারা কপাল রক্তে ভাঁসছে। কিছুক্ষণ অন্ধকারে বসে রইল সুজাতা.. না পা দুটো বাধা নেই। তবে কিছুক্ষণ পরে শুনতে পেল কিছুটা দূর থেকে একটা হিন্দি গানের সুর ভেসে আসছে।
সুজাতার মনে পড়ল প্রিয়াঙ্কার জন্মদিনে সবাই খুব আনন্দ করছিল ওরা। শ্রীময়ী, প্রিয়াঙ্কা ,আরো অনেকে... হঠাৎ কে যেন পেছন থেকে এসে বলল দাদা এসেছে তোকে নিতে। চল অনেক দেরি হয়ে গেছে। কিন্তু কে বললো কথাটা? কোন মেয়ের গলা ছিল সেটা?
হঠাৎ ওর মনে পড়ে গেল হ্যাঁ দাদা এসেছিল, আমাকে নিতে ।
কিন্তু দাদার তো আসার কথা ছিল না। কেন এসেছিল তাহলে দাদা?
আর এখন দাদাই বা কই? আর ফোনটা? আমি এখন কোথায়? হঠাৎ দরজাটা খুলে গেল। সুজাতা আগের মতই মরার ভান করে মেঝেতে শুয়ে থাকলো।
আর দেখলো! একজন ৬ ফুটের মতন লম্বা মানুষ.. ধীরে ধীরে ওর দিকেই এগিয়ে আসছে... তার হাতে একটা বড় ছুঁরি। সুজাতার পাশে আরও একটা মেয়ের মৃতদেহ পড়েছিল। সুজাতা সেটা আগে খেয়াল করেনি।
লোকটা সেই মেয়েটার মৃতদেহ নিজের কাঁধে তুলে নিল.. সুজাতা ঘুমানোর ভান করে পড়ে রইল সেইখানেই। লোকটি সুজাতার দিকে একবার তাকালো ও না। লোকটা মেয়েটির মৃতদেহ কে একটা টেবিলের ওপরে রাখল। লাসকাঁটার ঘরে ঠিক যেমন থাকে।
সুজাতার গায়ের রক্ত জল হয়ে যাচ্ছে। লোকটা টেবিলের ওপরে একটা আলো জ্বালালো।
সুজাতা দেখতে পেলো আরো অনেকগুলো মেয়েকে এভাবে রাখা হয়েছে। কে মৃত ,কে জীবিত কিছু বোঝা যাচ্ছে না। লোকটা নিজের মতন করে হাতে সার্জিক্যাল গ্লাভস পড়তে থাকল ।তারপর একটা সার্জিক্যাল বক্স থেকে.. একটা একটা করে সার্জিক্যাল ছুরি-কাঁচি আরও নানান জিনিস বের করে টেবিলের উপর আস্তে আস্তে একপাশে সাজাতে আরম্ভ করলো। সুজাতা দেখতে পেল টেবিলের ওপর মাছি ভনভন করছে।
আর সুজাতার পাশে একটা মৃতদেহ হা করে তাকিয়ে আছে সুজাতার দিকে।
কলকাতা,
4 ফ্রেবরুয়ারী
রাত তখন প্রায় দেড়টা থানার হেড কনস্টেবল বিজয় বাবু সবে মাত্র রাতের খাবার খেয়ে গ্যাসের ওষুধ খেতে যাবেন। ঠিক এমন সময় একটা ইয়ং ছেলে এসে সামনে দাঁড়ালো..
অনুপ :- স্যার আসবো।
বিজয় বাবু :- হ্যাঁ, কি ব্যাপার এত রাত্রে? কিছু চুরি টুরি হয়েছে নাকি?
অনুপ :- স্যার আমার বোন! আমার বন সুজাতা আজ সন্ধ্যে থেকে মিসিং।
বিজয় বাবু গ্যাসের ট্যাবলেট টা জল দিয়ে গিলে নিয়ে বললেন! বিজয় বাবু :- কখন থেকে?
অনুপ :- স্যার রাত সাড়ে আটটা থেকে।
বিজয় বাবু :- দেখুন এই রকম কেস আমাদের কাছে মাসে এখন একশটা করে আসে, কেউ কারো সাথে পালিয়েছে। আবার..
অনুপ :- আমি বুঝতে পারছি স্যার! কিন্তু আমার বোন ওরকম মেয়ে না। সেরকম হলে আমরা জানতে পারতাম।
বিজয় বাবু আওয়াজ দিলেন! একজন বয়স্ক কনস্টেবল এসে পিছনে দাঁড়াল। বয়স আনুমানিক ষাটের কাছাকাছি হবে।
বিজয় বাবু :- একটা রিপোর্ট লিখে নিন। ওর বোনকে সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না।
হঠাৎ থানার ফোনটা বেজে উঠলো।
অজ্ঞেতো লোক :- স্যার একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে। বয়স 22 থেকে 23 এর মধ্যে। লোকাল কোন মেয়ে মনে হচ্ছে।
গল্প পাঠে: শুভদীপ ঘোষ
শুভজিৎ, ফরেনসিক ল্যাব টেস্টার: শুভদীপ
অনুরাধা: অঙ্কিতা
অনুপ, রাজেশ, শ্যামল বাবু: তথাগত
বিজয় বাবু, রাজীব: অনিমেষ
অজ্ঞাত লোক, অশোক বাবু: সুতীর্থ
আশুতোষ গাঙ্গুলি: জয়দীপ
শ্রীময়ী: অনন্যা
নবনীতা: দেবলীনা
সুপ্রিয়া দেবী: কুহেলী ব্যানার্জী
প্রিয়াঙ্কা: সুস্মিতা
থাম্বনেইল আর্টিস্ট: কৌশিক পাল
📲 Connect with us!
Facebook: / magicalvoic
Facebook Group: / 523593764995400
Instagram: https://www.instagram.com/thebongsusp...
📧 Email: [email protected]
📢 নতুন নতুন ভয়ঙ্কর গল্প পেতে এখনই চ্যানেলটি Subscribe করুন এবং Bell Icon-এ ক্লিক করুন!
⚠️ Disclaimer:
এই গল্পটি সম্পূর্ণ কল্পনাপ্রসূত। শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে মিল থাকলে তা কাকতালীয়।
এই অডিও গল্পটি কোনো ধরণের সহিংসতা, আত্মহত্যাপ্রবণতা, কুসংস্কার, বা অশুভ শক্তির প্রচার করে না। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যহানিকর — আমরা এসবের প্রচার করি না।
শ্রোতাদের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হল।
#HorrorStory #TheLastPassenger
#SubhodipGhosh #ThebongsuspenseClassics
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: