Kupikatakhum | কুপিকাটাকুম | Mirsharai | Chittagong | Beautiful Waterfalls !
Автор: Mohammad Habibulla Bahar
Загружено: 2016-10-27
Просмотров: 105
Описание:
আপনাকে চট্টগ্রামের মিরসরাই এর নদুয়ার বাজার যেতে হবে। বাসে চট্টগ্রাম গেলে আপনি যাত্রার সময়ই সহজে মিরসরাই এর নদুয়ার বাজার নেমে যেতে পারবেন। যদি বাসের ড্রাইভার নদুয়ারহাট না চেনে তবে মীরসরাই বাজারে নেমে সিএনজি করে নদুয়ার হাট যেতে পারবেন। জনপ্রতি ১০টাকা নেবে লোকাল সিএনজি। কিন্তু আপনি যদি ট্রেনে করে চিটাগাং শহরে নামেন, তাহলে আবার বাসে করে প্রায় দেড় ঘন্টার উল্টা জার্নি করে আপনাকে মিরসরাই আসতে হবে। চিটাগাং শহর এর অলংকার মোড় থেকে চয়েস বাস মিরসরাই যায়। ভাড়া পার পার্সন ৮০ টাকা। এই বিরক্তিকর উল্টা জার্নি না করতে চাইলে ট্রেনে করে চিটাগাং না আসাই ভাল। যাই হোক, মিরসরাই এর নদুয়ার বাজার থেকে ঝর্ণার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। কিছুদূর যাওয়ার পর গ্রাম থেকে একজন গাইড নিয়ে নিবেন। গাইডকে ৪০০/৫০০ টাকা দিতে হবে। আর একটা কথা, ঝর্ণাতে যাওয়ার ঝিরি পথটা অনেক সুন্দর। তেমন কোন রিস্ক কোথাও নেই। এজন্য বর্ষার সময় আসাটাই সবচেয়ে ভাল সময়, তাহলে ঝর্ণার সর্ব্বোচ্চ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই ভ্রমণ একদিনের তাই থাকার দরকার পড়বেনা তবু নিতান্তই রাতে থাকতে চাইলে মীরসরাই বা সীতাকুন্ডে নিন্মমানের হোটেল পাবেন। ভালো হোটেলে থাকতে চাইলে চট্টগ্রাম চলে আসতে হবে। নদুয়ারহাটে দুপুরের খাবারের ব্যবস্থা নাই। এক্ষেত্রে মীরসরাই বাজারে এসে খেতে পারবেন
Source: http://www.somewhereinblog.net/blog/t...
~-~~-~~~-~~-~
Please watch: "কাপ্তাই লেকে ভ্রমণ | kaptai lake , Chittagong"
• কাপ্তাই লেকে ভ্রমণ | kaptai lake , Chittagong
~-~~-~~~-~~-~
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: