ফকির লাল মিয়া || Fokir Lal Miah || ফ্রীস্টাইল ২০২০ || Freestyle 2020
Автор: SHUTTER SPEED
Загружено: 2020-04-06
Просмотров: 3766660
Описание:
EXCLUSIVE CONTENT OF SHUTTER SPEED. REDISTRIBUTION OF THIS CONTENT WILL BE A VIOLATION OF OUR COPYRIGHT.
_________________________________
ফ্রীস্টাইল লিরিক্স
২০২০ ফ্রীস্টাইল ...
এই ...
লাল ফকিরের ভাই ভ্যারাদার সালাম নমস্কার ।
আমি বস্তা ভইরা বার আনসি কয়টা লাগব কার।
ইউটিউব আসার পরে থাইকা সবাই সুপারস্টার।
আমি ফকির কেইসের আসামী
আর হিপ হোপ কারাগার।
ফকির হারায় গেলে তখন পাইবা হাড়ে হাড়ে টার
করো কিসের অহংকার
পারলে কিছু লেইখা দেখাও কলম আছে কার।
যে হিপ হোপ ভালোবাসে একটা কথা বলি তারে
তোমরা ছিলা আছো থাকবা
দেইখা হিপ হোপ বাইচা আছে।
র্যাপের ভাষা যারা বুঝে ভালো কইরা জানে
হিপ হোপ এমন একটা জিনিস
যেইটা আগুন হইয়া জ্বলে।
তলে তলে সবই চলে আবার জুম্মার নামাজ পড়ে।
নামাজ শেষে যার যার মতো আকাম শুরু করে
তাইলে লাভটা হইলো কীসে?
যতো নাম কামাইছ নামাজ পইড়া
সবই গেসে জ্বলে।
আবার নগর দুলায় দুলও দাদু ঈগলু মিমি খেয়ে।
আহা কি মজা ।।
যারে তারে যেইটা ইচ্ছা অইটা কইয়া কুনো লাভ নাই।
উপরওয়ালা মাথার ভিতরে মগজ সবরে দেই নাই।
এইদিক ঐদিক চাইয়া ভাইয়া কি দেখতাস লাভ নাই।
পুরান ফকির ভাত পায়না
নতুন ফকির তুই ভাই সর ভাই সাইডে যা চাপ ভাই।
আমি কথা কইনা ডরাইয়া
আমি কথা কইনা ডরাইয়া আমার কথা যায়গা ছড়াইয়া ।
বাঙালীরে ডর করে তাই থাকি লুকাইয়া
সুযোগ পাইলে হারিকেনটা হাথে দিবো ধরাইয়া
বইসা বইসা শোনো আমি র্যাপ করি দাঁড়াইয়া।
হেডফোনে সাউন্ডটারে আরেকটু দেও বাড়াইয়া।
স্টুডিওতে ফাটাফাটি র্যাপ করুম
ফাটাফাটি র্যাপ করুম হাউ মাউ কইরা চিল্লাইয়া
বাঙালীরে ঘুম থাইকা এইবার দিমু জাগাইয়া ।
আমি কথা কইনা ডরাইয়া
আমি বীটে পড়ি ঝাঁপাইয়া
আমি কথা কইনা ডরাইয়া
আমি স্টুডিও দেই কাপাইয়া
আমি কথা কইনা ডরাইয়া
উল্টা পাল্টা র্যাপার পাইলে
চেহারা দেই পাল্টাইয়া।
আমি কথা কইনা ডরাইয়া।
এই .... এই এই এই এই এই
কইযান ভাইজান র্যাপ গান শুইনা যান।
বিশ বিশ ফ্রীস্টাইল ফকির থাইকা সাবধান।
বেঈমান আমারে কয় কি গান
আমার থালে ভাত খাইয়া আমারে কয় অফ যান।
শয়তান খালি শুনে প্রেমের গান
শাহরুখ খান আর সালমান খান
যুগ যুগ ধইরা মানুষ
কেমনে শুনে প্রেমের গান রে ভাই রে।
এইসব গান ফালাইয়া রাখো
পারলে হিপ হোপ খালি শুনো
আর হেডফোনটারে কানে লাগাই
শরীর গরম করো।
আমি কথা কইনা ডরাইয়া
আমি কথা কইনা ডরাইয়া
এই এই এই এই এই এই এই
কখন কিযে কইয়া দেই কান খোলা রাইখো।
কখন কিযে কইরা বসি চোখ খোলা রাইখো
দেইখো পরে আবার কইয়া বসবা
লালে একি করলো
ভদ্র, বাংলার ফকির আমি
ফাটাফাটি ছন্দ
এইতো ফাটাফাটি র্যাপ করি
মাইক করি ধ্বংস।
আমি কথা কইনা ডরাইয়া
আমি বীটে পড়ি ঝাঁপাইয়া
র্যাপ রাজ্যের রাজা কারো ধার ধারিনা
দেশে র্যাপার ভর্তী ভাই আমি কেউরে চিনিনা
না আমি কেউরে দেখিনা।
লাল একলা একশো রে ভাই এতো র্যাপার লাগেনা
বুঝনা মাথায় মুকুট পারমানেন্ট
টানাটানি কইরো না, চিনোনা জাননা
হুদা ক্যাচাল পারিনা, আমিনা এমন কোপান কোপামু
ভাই শামসু টামসু লাগবনা
দিলেতো মানেনা মনেতো বুঝেনা
সোনা বন্ধু র্যাপে লালরে করছে রে ভাই দেওয়ানা।
নিউ ইয়র্ক সিটি,
বাংলা হিপ হোপ
বাংলা র্যাপের হেডকোয়ার্টার
সাটার স্পীড।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: