পুষ্টির অভাবজনিত রোগ সমূহ
Автор: Jibbiggan
Загружено: 2020-04-05
Просмотров: 1501
Описание:
পুষ্টির অভাবজনিত রোগ সমূহ
গয়টার
প্রচলিত অর্থে গলগন্ড বলতে থাইরয়েড গ্রন্থির যেকোনো ফোলা কে বুঝায়। আর গলগন্ডের কিছু বিশেষ ধরনের গয়টার বলে। তবে সব গলগন্ড গয়টার নয়। গয়টার থাইরয়েড গ্রন্থির বিভিন্ন রোগের সাধারন বহিঃপ্রকাশ কে বুঝায়।
গয়টার এর কারণ
খাবারে আয়োডিনের অভাবে গয়টার বা গলগন্ডের অন্যতম কারণ। তবে থাইরয়েড গ্রন্থির বিভিন্ন রোগের কারণে গয়টার হতে পারে।
গয়টার এর লক্ষণ
গলা অত্যাধিক ফুলে যাওয়া অর্থাৎ থাইরয়েড গ্রন্থিটি ফুলে যাওয়া।
থাইরয়েড গ্রন্থিতে একটি বা একাধিক চাকা থাকে।
থাইরয়েড গ্রন্থি ফুলে আশেপাশের চাপ পড়ে ফলে খেতে বা গিলতে কষ্ট হয়।
গয়টার এর চিকিৎসা/ প্রতিকার
অপারেশনের মাধ্যমে গয়টার এর চিকিৎসা করা যায়।
গয়টার এর প্রতিরোধ
আয়োডিন যুক্ত খাবার গ্রহণের মাধ্যমে গয়টার হতে দূরে থাকা সম্ভব। এছাড়া থাইরয়েড গ্রন্থির সমস্যা থাকলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ মতো ঔষধ সেবনের মাধ্যমে গয়টার প্রতিরোধ করা যায়।
For Details -https://jibbiggan.com/
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: