মনের আশা পূরণ হয় যে কাজ করলে || বট গাছের কেরামতি || মনের ইচ্ছা পূরণের উপায় || Strange Tree
Автор: SM MULTIMEDIA
Загружено: 2023-07-09
Просмотров: 33
Описание: কোন একটি নির্দিষ্ট বট বৃক্ষের নিচে মোমবাতি জ্বালালেই, মনের আশা পূর্ণ হয়। বিষয়টি শুনতে অবাক মনে হলেও বাস্তবতা ভিন্ন। এমনি একটি ব্যতিক্রমি বিষয় নিয়ে আপনাদের জন্য নির্মাণ করেছি এবারের প্রামাণ্যচিত্রটি। ভিডিওতে যে মাজারটি দেখানো হয়েছে সেটি হল হযরত শাহ কামাল (রহঃ) মাজার। এই মাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় দুরমুঠ ইউনিয়নে অবস্থিত। মাজারটি দুরমুটে অবস্থিত হওয়ার কারনে এটি সকলের নিকট "দুরমুট মাজার" নামে সু-পরিচিত। মজার বিষয় হলো এই দুরমুট মাজারের দক্ষিণ পূর্ব প্বার্শে একটি শতবর্ষী বট গাছ রয়েছে। আর সেই বট গাছকে ঘিরে রয়েছে অনেক কল্প কাহিনী। অনেক ভক্তই মনে করেন সেই বট গাছের নিচে মোমবাতি জ্বালালে মনের আশা পূর্ণ হয়। আবার অনেকেই মনে করেন সেই বট গাছের নিচে মোমবাতি জ্বালালে বিভিন্ন বালা মুছিবত থেকেও রক্ষা পাওয়া যায়। আলোচিত সেই শতবর্ষী বট গাছটি দুরমুট মাজার প্রঙ্গনেই অবস্থিত। ধারণা করা হয় শত বছরেরও বেশি সময় ধরে এই বট গাছটি মাথা উচু করে দাড়িয়ে আছে এই দুরমুট মাজার প্রঙ্গনে। মাজারে আগত দর্শনার্থীদের প্রচন্ড রোদে প্রশান্তি দানের জন্য বট গাছটি যেন তার শাখা প্রশাখাগুলো মেলে ধরেছে। দুরমুট মাজার প্রাঙ্গনে সবুজায়নের অন্যতম নিয়ামকও এই শতবর্ষী বট বৃক্ষটি। স্থানীয় লোকজন সহ দূর দুরান্ত হতে আগত দর্শনার্থীরা এই বট বৃক্ষটি হযরত শাহ কামাল (রহঃ) মাজারের অলৌকিক নিদর্শন হিসেবে বিবেচনা করে। প্রতিদিন শত শত নারী-পুরুষ এই বট বৃক্ষের নিচে মোমবাতি প্রজ্জ্বলন করে। বিশেষ করে প্রতি বছর বৈশাখ মাসে এই সংখ্যা আরও বহুগুনে বৃদ্ধি পায়। মোমবাতি জ্বালানো সেই ভক্ত আশেকানদের সাথে কথা বলে জানা যায়, এই বট গাছের নিচে যে কোন আশা নিয়ে, মোমবাতি জ্বালালে, সেই আশা নাকি পূর্ণতা পায়। তাই দূর দুরান্ত থেকে আগত ভক্ত আশেকানদের এই বট বৃক্ষের নিচে মোমবাতি জ্বালাতে দেখা যায়। বট গাছের কেরামতি দেখে সবাই অবাক। সারা বছর জুড়েই এই বট গাছটিকে লাল কাপড়ে মুড়িয়ে, আলোক সজ্জিত করে রাখা হয়। আবার মাঝে মঝেই এই বট বৃক্ষের নিচে দেখা যায় মাজারে আগত ভক্ত আশেকানদের গানের আসর।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: