নন্দলাল বসু র ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী | Nandalal basu | জীবনী | Bangla
Автор: Ami Avijit Bolchi
Загружено: 2023-08-13
Просмотров: 2675
Описание:
ভারতীয় চিত্রশিল্প প্রবর্তকদের অন্যতম। জন্ম ১৮৮২ সালের ৩ ফেব্রুয়ারি পূর্ববিহারের হাভেলি-খড়গপুরে। তাঁর পৈতৃক নিবাস হুগলি জেলায়। পিতা পূর্ণচন্দ্র বসু হাভেলি-খড়গপুরে সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মাতা ক্ষেত্রমণী দেবী।
নন্দলাল বসু
নন্দলাল বসু দ্বারভাঙ্গা ও কলকাতা স্কুলে শিক্ষা লাভ করেন। এন্ট্রাস পাশ করেন ১৯০২ সালে। বাল্যকাল থেকেই তিনি চিত্রকলা এবং ভাস্কর্য শিল্পের প্রতি আগ্রহী ছিলেন। এ আগ্রহ থেকেই তিনি কলকাতার একটি চারুকলা বিদ্যালয়ে ভর্তি হন। এ বিদ্যালয়ে তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরএর একজন শিষ্য হয়ে ওঠেন। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতীয় শিল্পকলার সংস্কারবাদী আন্দোলনের নেতা। পরবর্তীকালে এ আন্দোলন বেঙ্গল স্কুল আন্দোলন নামে পরিচিতি লাভ করে এবং জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হন। অচিরেই নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে নিবেদিত অনুসারী হিসেবে পরিগণিত হন। এমন কি শিক্ষানবিশ থাকা অবস্থায় নন্দলাল একজন চিত্রশিল্পী হিসেবে সুনাম অর্জন করেন। তাঁর জগাই-মাধাই এবং সতীর মতো কিছু চিত্রশিল্প সারা ভারতে জনপ্রিয়তা লাভ করে।
চারুকলা বিদ্যালয় থেকে জোড়াসাঁকোতে অবনীন্দ্রনাথ ঠাকুরের অধীনে পাস করার পর তিনি দি ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট স্কুলে যোগদান করে সেখানে তিন বছর কাজ করেন। ১৯০৮ সালে তিনি তাঁর শিব-সতী চিত্রশিল্পের জন্য ৫০০ টাকা পুরস্কার লাভ করেন। এ টাকায় তিনি ভারতীয় সভ্যতার শৈল্পিক কীর্তিসমূহ স্বচক্ষে দেখার জন্য বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। এ রকম ভ্রমণ নন্দলালের শৈল্পিক দৃষ্টিভঙ্গির ওপর ব্যাপক প্রভাব বিস্তার করে। এ প্রভাব তাঁর শিল্পসাধনায় গুরুত্বপূর্ণ ও মৌল পরিবর্তন এনে দেয়।
#viralvideo
#biography
#painting
#nandalalbasu
#rabindranaththakur
#bangla
#personality
#jiboni
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: