গাইবান্ধা বালাসী ঘাট || শীতের সময়ের বালাসীর রুপ || Balashi Ghat || Gaibandha||
Автор: Likhon Sarker Himel
Загружено: 2021-05-13
Просмотров: 1114
Описание:
বালাসী ঘাট গাইবান্ধা জেলা শহর থেকে মাত্র ১০ কিমি দূরে ফুলছড়ি উপজেলার যমুনা নদীর তীরে অবস্থিত একটি নৌবন্দর এবং দর্শনীয় স্থান। ফুলছড়ী পর্যন্ত ব্রক্ষপুত্রনদ তার পরে যমুনা। বর্ষায় নদী পানিতে ভরে থাকলেও শীতকালে এখানে বালুর চর ভেসে উঠে। বালাসী ঘাটের চমৎকার প্রাকৃতিক পরিবেশের জন্য প্রায় প্রতিদিনই ভ্রমণপিয়াসু মানুষের পদচারনায় মুখরিত হয়ে উঠে। নদীর উত্তাল ঢেউ, নির্মল বাতাস আর নৈসর্গিক প্রকৃতি আগত দর্শনার্থীদের মনকে প্রফুল্ল করে এছাড়া বালাসী ঘাটে ঘোড়ায় চড়া, নৌকা ভ্রমণ কিংবা রেলওয়ের ফেরি থেকে নদীর বুকে সূর্যাস্থের অপূর্ব দৃশ্যও উপভোগ করা যায়। তবে এই সময়টা পানি কম থাকায় সেগুলোর উপস্থিতি কিছুটা কম। তবুও অনেক মানুষ দূরদুরান্ত থেকে এর সৌন্দর্য উপভোগ করতে আসে। অনেকেই এখানে আসেন পিকনিক করতে আবার অনেকে এখানকার টাটকা মাছ নিয়ে ধন্য হন, একেবারে নদী থেকে তোলা দেশী টাটকা মাছ।সঙ্গে মাখেন বঙ্গালীয়ানা। অনেকে আবার খেলাধুলায় মাতেন মনকে প্রফুল্ল করতে। সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে, এক সময় এই বালাসী ঘাট দিয়ে বাংলাদেশের একমাত্র রেলওয়ে ফেরি চলাচল করতো। পুরো একটি ট্রেন নদী পার হত বিশ্বের অন্যতম এই রেল ফেরিতে! রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ১৯৩৮ সালে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাটে রেল ফেরি সার্ভিস চালু করা হয়। তৎকালীন ইংরেজরা গাইবান্ধা জেলাকে ফুলছড়ি ঘাটের নামে জানতো। ১৯৯০ সালের পর যমুনা নদীর নাব্যতা কমে যাওয়ায় ফেরি সার্ভিসটি তিস্তামুখ ঘাট থেকে সরিয়ে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার বালাসী নামক জায়গায় স্থানান্তর করা হয়। আর তখন থেকেই ঘাটটি বালাসী ঘাট নামে পরিচিত হয়ে উঠে।
ফেসবুক পেইজ থেকেও দেখতে পারেন
/ likhonsarkerhimel
#Likhon_Sarker_Himel #বালাসী_ঘাট #গাইবান্ধা_ব্রক্ষপুত্র_নদ #Balashi_Ghat
Likhon Sarker Himel (Tune & Story) নামে আমার এই চ্যানেলটি সংগীত সহ যে কোন পছন্দনীয় গল্প নিয়ে তথ্যচিত্র তৈরি করে থাকি। হতে পারে সেটা সৃষ্টিশীল কোন কিছু কিম্বা অনুকরণীয়, শিক্ষনীয়। আমার বানানো তথ্যচিত্র গুলো যদি আপনাদের এতটুকু ভাল লাগে তবে সাবসক্রাইব করে পাশে থাকবার আবদার রইল।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: