পৃথিবীর সবচেয়ে ছোট ৫টি দেশ ! জনসংখ্যা মাত্র ৪ জন | Top 5 Small Country in The World
Автор: প্রতিদিন
Загружено: 2022-08-21
Просмотров: 97
Описание:
পৃথিবীর সবচেয়ে ছোট ৫টি দেশ ! জনসংখ্যা মাত্র ৪ জন | Top 5 Small Country in The World
পৃথিবীর সবচেয়ে ছোট ৫টি দেশ || Top 5 Small Country in The World
পৃথিবীর সবচেয়ে ছোট ও ধনী দেশ! The smallest and richest country in the world
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ সিল্যান্ড | কি কেন কিভাবে | Micronation Sealand |
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ! জনসংখ্যা মাত্র ২৭ জন | World's Smallest "Country" Sealand in Bangla
পৃথিবীতে 195 টিরো অধিক দেশ রয়েছে | আর অনেকেই চিন্তা করেন যে এই দেশগুলোর সবগুলোই হয়তো খুব বড় এবং জনসংখ্যা অনেক বেশি | কিন্তু কিছু কিছু দেশ বড় দেশগুলোর তুলনায় একেবারেই ছোট | ছোট দেশ গুলোর বেশির ভাগেরই অবস্থান ইউরোপ ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে | ছোট দেশগুলো এতটাই ছোট যে,সবচেয়ে ছোট পাঁচটি দেশের আয়তনের যোগফল আমাদের ঢাকা শহরের আয়তনের চাইতেও অনেক কম | তো চলুন জেনে নিই সবচেয়ে ছোট পাঁচটি দেশ সম্পর্কে |
ভ্যাটিকান সিটি (Vatican City) পৃথিবীর সবচেয়ে ছোট দেশ | কারণ এই দেশ মাত্র 0.44 বর্গ কিলোিটার জুড়ে প্রসারিত । এই দেশটি Holy See নামেও পরিচিত। এই দেশটি সম্পূর্ণরূপে ইতালির রাজধানী রোম দ্বারা বেষ্টিত।এখানেই বিশ্বের বৃহত্তম গির্জা সেন্ট পিটারস ব্যাসিলিকা অবস্থিত, যা একটি অত্যন্ত জনপ্রিয় দর্শনীয় স্থান । এই চার্চ রোমান ক্যাথলিক চার্চের সদর দপ্তর। এখানে ধর্মীয় গুরু ‘পোপ’-এর বাড়িও রয়েছে। এখানে অনেকগুলি বিখ্যাত ভবন বা স্থাপত্য রয়েছে, যার কারণে ভ্যাটিকান সিটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। এদেশের জনসংখ্যা মাত্র 850 জন।
মোনাকো:
এটি বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ, এটি মাত্র 2.02 বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত। মোনাকোর রাজধানীর নাম মন্টে কার্লো কোয়ার্টার। মোনাকোতে মাথাপিছু কোটিপতি এবং বিলিয়নার রয়েছে সবচেয়ে বেশি। এটি ফ্রেঞ্চ রিভেরা উপকূলরেখায় এবং ইতালির সমুদ্র উপকূলের খুব কাছাকাছি অবস্থিত। 2015 সালের আদমশুমারি অনুযায়ি দেশের মোট জনসংখ্যা প্রায় 38,400 জন। এই দেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এখানকার জাতীয় ভাষা ফরাসি। এই দেশটি ক্যাসিনো এবং ফর্মুলা ওয়ান রেসের জন্য সারা বিশ্বে বিখ্যাত। মোনাকোতে মাথাপিছু কোটিপতি এবং বিলিয়নার রয়েছে সবচেয়ে বেশি।
নাউরু:
নাউরু বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ এবং এই দেশের রাজধানীর নাম ইয়ারেন। নাউরুর মোট আয়তন 21.3 বর্গ কিলোমিটার।এটি অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত একটি ছোট দ্বীপ। এই দেশটি অত্যন্ত শান্তিপূর্ণ হওয়ায় এটিকে প্লিজ্যান্ট আইল্যান্ডও (Pleasant Island) বলা হয়। 2018 সালের আদমশুমারি অনুসারে এই দেশের জনসংখ্যা ছিলো 11,200 জন। এখানকার বেশিরভাগ জনসংখ্যা টাইপ 2-ডায়াবেটিসে আক্রান্ত। এই দেশের মোট জনসংখ্যার 40% এই রোগে ভুগছে। এই কারণেই দেশের জনসংখ্যা এত কমে গেছে ।নাউরুকে বিশ্বের সবচেয়ে “মোটা মানুষের দেশও” বলা হয় কারণ এখানে 97% পুরুষ এবং 93% মহিলার আকৃতি মোটা।
টুভালু:
টুভালু হল বিশ্বের ৪র্থ ক্ষুদ্রতম দেশ। এই দেশটি অস্ট্রেলিয়ার কাছাকাছি প্রশান্ত মহাসাগরের উত্তর-পূর্বে অবস্থিত। এই দেশটি আসলে একটি ছোট সুন্দর দ্বীপ।টুভালুর রাজধানী ফুনাফুতি। 2017 সালের আদমশুমারি অনুসারেএই দেশের মোট জনসংখ্যা 11,192 জন। টুভালু 1978 সালে ব্রিটিশ সাম্রাজ্য দ্বারা মুক্ত হয়েছিলো। এখানে খুব কমসংখ্যক হাসপাতাল, কলেজ, স্কুল রয়েছে।
সান মারিনো:
সান মারিনো বিশ্বের ৫ম ক্ষুদ্রতম দেশ। এদেশের রাজধানীর নামও সান মারিনো। এই দেশের আয়তন 61.2 বর্গকিমি।2018 সালের আদমশুমারি অনুসারে সান মারিনোর মোট জনসংখ্যা 33,344 জন। সান মারিনোর GDP অনুযায়ী এটি পৃথিবীর সবচেয়ে ধনী দেশ এবং এই কারণে এই দেশে অনেক কোটিপতি রয়েছে। সান মারিনো ইউরোপের তৃতীয় ক্ষুদ্রতম দেশ এবং সান মারিনোতে বেকারত্বের হার খুবই কম, এই দেশের লোকেরা উচ্চ শিক্ষিত।
আমাদের প্রচারিত ভিডিও ও কনটেন্ট কেউ অনুমতি ছাড়া ব্যাবহার করলে অথবা কেউ আপলোড দিলে , কপিরাইট আইনে আমরা ক্লেম করবো ।
আমাদের প্রচারিত ভিডিও গুলো ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন। দেখতে থাকুন আরও নতুন সব পোগ্রাম।
DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: