'প্রিন্সিপালের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা ইডেন কলেজ ছাত্রলীগ প্রেসিডেন্ট-সেক্রেটারির' | Eden College
Автор: Mishuk Najib
Загружено: 2022-09-25
Просмотров: 45
Описание:
গত ২৪ সেপ্টেম্বর রাতে ইডেন কলেজ ছাত্রলীগের এক সহ-সভাপতিকে মারধর করেন কলেজ সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা। এর প্রতিবাদে রাতেই বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরদিন রোববার সকালে সংবাদ সম্মেলন করে ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান ইডেন কলেজ ছাত্রলীগের ৪৩ সদস্যবিশিষ্ট কমিটির ২৫ জন। এদিন সন্ধ্যায় পাল্টা সংবাদ সম্মেলন আয়োজন করে সভাপতি-সাধারণ সম্পাদক গ্রুপ। বাকিরা এর প্রতিবাদ জানালে দু’পক্ষে পুনরায় সংঘর্ষ হয়। এ সংঘর্ষে সভাপতি তামান্না জেসমিন রিভা (২৮)এবং যুগ্ম সাধারণ সম্পাদক রিতু আক্তার (২৬) আহত হন।
এরমধ্যে, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি গুরুতর অভিযোগ আনেন প্রেসিডেন্ট-সেক্রেটারিরর বিরুদ্ধে। অভিযোগ করেন, রুম ব্যবসা, দেহ ব্যবসায় জড়িত ইডেন ছাত্রলীগের প্রেসিডেন্ট-সেক্রেটারি। সাধারণ শিক্ষার্থীদের অনৈতিক প্রস্তাব দেয়ার কথাও জানানো হয়।
কলেজটির শিক্ষকরা তাদের কাছে জিম্মি বলে উল্লেখ করেন বৈশাখি।
#edencollege #bsl #chattroleauge #edencollegebsl #president #secratry ##samiaaktherboishakhi #room business
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: