খেতুরী ধাম রাজশাহী | Biggest hindu temple in bangladesh | How to go kheturi dham | How to stay free
Автор: Suprita Bose
Загружено: 2023-02-24
Просмотров: 69040
Описание:
Gobindo Chanda Pal
01711160106
01793525601
You can call him for Prosad. 100 Tk per person .
১৫৩১ খ্রিস্টাব্দে ঠাকুর নরোত্তম দাস তৎকালীন গড়েরহাট পরগণার অন্তর্গত বর্তমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা তীরের গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা জমিদার কৃষ্ণনন্দ দাস, মা নারায়নী রাণী। গোপলপুরে শৈশব পার করে ঠাকুর নরোত্তম দাস বৃন্দাবন অভিমুখে যাত্রা করেন। সেখানে নিখিল বৈষ্ণবকুল লোকনাথ গোস্বামীর শিষ্যত্ব গ্রহণ করে দীক্ষা লাভ করেন। পরে তিনি খেতুরে ফিরে আসেন। খেতুর মন্দিরে গড়ে তোলেন স্থাপনা। এরপর তিনিই প্রথমে এখানে এ উৎসবের আয়োজন করেন। ভক্তরা দূর-দূরান্ত থেকে তার কাছে এসে দীক্ষা গ্রহণ করতে শুরু করেন।
১৬১১ খ্রিস্টাব্দের কার্তিকী কৃষ্ণা পঞ্চমী তিথিতে ঠাকুর নরোত্তম দাস নিত্তলীলায় প্রবেশের মানসে গঙ্গাস্নানের বাসনা প্রকাশ করেন। শিষ্যরা তাকে গঙ্গাজলে নিয়ে গেলে নিজের দেহকে অর্ধনিমজ্জিত করে প্রিয় শিষ্য গঙ্গানারায়ণ ও রামকৃষ্ণকে আদেশ করেন তার দেহ মার্জন করতে। গুরু আজ্ঞায় নরোত্তমের ওই দুই শিষ্য তার দেহ মার্জন করতে থাকলে পুরো দেহ এক সময় সাদা দুধের মতো তরল পদার্থে পরিণত হয়ে গঙ্গাজলে মিলিত হয়ে যায়। সে অনুযায়ী ঠাকুর নরোত্তম দাস পৃথিবীতে ৮০ বছর স্থায়ী ছিলেন। এরপর থেকেই যুগ পরস্পরায় দুর্গাপূজার পর বৈষ্ণব ধর্মের অনুসারীরা অহিংসার এই মহান সাধকের কৃপা লাভের আশায় খেতুরীধামে বছরে একবার মিলিত হয়ে থাকেন।
পরবর্তীতে এটাই খেতুরী মহোৎসব নামে পরিচিতি লাভ করে।
খেতুরী ধাম রাজশাহী, খেতুর ধাম , খেতুরী মহোৎসব, নরোত্তম দাস ঠাকুর , গোদাগাড়ীতে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব শুরু , বাংলাদেশের সবচেয়ে বড় তীর্থস্থান , bangladesh biggest hindu temple , gouranga dham , how to go kheturi dham, খেতুর ধাম kivabe jabern, koi thakben. Khetur, kheturi dham , norottham das thakur jiboni , premtoli, suprita bose vlog, travel vlog, beautiful places in Bangladesh,
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: