মাগরিব ও ফজরের নামাজের পর দোয়াটি ১ বার পড়ুন আপনার জান্নাতের দায়িত্ব বিশ্বনবী নিজেই নিবেন Dini Amol
Автор: Dini Amol
Загружено: 2021-11-23
Просмотров: 47727
Описание:
মাগরিব ও ফজরের নামাজের পর দোয়াটি ১ বার পড়ুন আপনার জান্নাতের দায়িত্ব বিশ্বনবী নিজেই নিবেন #Dini_Amol
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন,
‘লা তাকনাতু মির-রহমাতিল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ জুনুবা জামিআ।’
হে আমার আদরের বান্দারা! তোমার আমার রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আমি তোমাদের সব গোনাহ ক্ষমা করে দেবো।’
আরেক আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, ‘কাফের ছাড়া আর কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।’ বান্দা গোনাহ করবে, আল্লাহ ক্ষমা করবেন।
কোরআনে আল্লাহ বলেছেন, ‘নিশ্চয় আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন।
একটি দোয়া রয়েছে, যে দোয়াটি মাগরিব ও ফজরের নামাজের পর পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা তার ওপর সন্তুষ্ট হওয়া আল্লাহর হক হয়ে দাঁড়ায়। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো রাসুল স-এর দায়িত্বহতে যায়।
দোয়াটির বাংলা- রাদিতু বিল্লাহি রাব্বাউঁ ওয়া বিল ইসলামী দ্বিনাউঁ ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাঁও ওয়া রাসুলা’।
দোয়াটির ফজিলত- সাহাবি মুনাইজির রা. থেকে বর্ণিত আছে, আমি রাসুল স. কে বলতে শুনেছি ‘যে সকালে বলবে, ‘রাদিতু বিল্লাহি রব্বাউঁ ওয়া বিল ইসলামী দ্বিনাউঁ ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা।’ তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার ও দায়িত্ব আমি নিব।
(মুজামুল কাবির, হাদিস : ৩৫৫, সিলসালাতুস সাহিহা, হাদিস : ২৬৮৬, আত-তারগিব ওয়াত-তারহিব, হাদিস: ৯৭১)
আব্বাস ইবনে আবদুল মুত্তালিব থেকে বর্ণিত আছে, তিন রাসুল স.-কে বলতে শুনেছেন- ‘যে আল্লাহকে প্রতিপালক, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ স.-কে রাসুল হিসেবে সন্তুষ্টচিত্তে মেনে নিয়েছে— সে ঈমানের স্বাদ পেয়েছে।’
(মুসলিম, হাদিস - ৩৪)
আল্লাহ্ আমাদের সকলকে এই দোয়াটি মাগরিব ও ফজরের নামাজের পর পড়ার তাওফিক দান করুন। আমিন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: