উন্নত জাতের মাসকলাইয়ের চাষ/মাসকলাই চাষ পদ্ধতি,,Maskalai Cultivation Method,,,
Автор: Sk online krishi tv
Загружено: 2022-09-08
Просмотров: 23539
Описание:
মাসকলাইয়ের চাষ
প্রধান প্রধান বৈশিষ্ট:
জীবনকাল : বোনা থেকে কাটা পর্যন্ত ৭০ থেকে ৭৫ দিন ।
গাছের উচ্চতা : ৩২-৩৬ সেন্টিমিটার ।
বীজের রং : কালচে বাদামী ও বীজের আকার বড় ।
পানি নিষ্কাশনের সুব্যবস্থা আছে এমন উঁচু বা মাঝারী উঁচু বেলে দো - আঁশ বা পলি দো - আঁশ মাটি মাসকলাই চাষের জন্য উপযোগী ।
একর প্রতি ১২-১৫ কেজি বীজের প্রয়োজন হয় ।
*হলদে মোজাইক ’ ভাইরাস রোগ সহ ক্ষমতা যথেষ্ট।
একর প্রতি ফলন ৫০০-৬০০ কেজি
অনুমোদিত জাত :
বারি মাস -১ , বারি মাস -২ , বারি মাস-৩ , মাসকলাই এর অনুমোদিত জাতগুলির অন্যতম ।
বপনের সময় :
সাধারণত খরিফ -২ মৌসুমেই মাসকলাইয়ের চাষ করা হয়ে থাকে অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ভাদ্র মাসের তৃতীয় সপ্তাহ ( আগষ্টের প্রথম সপ্তাহ হতে সেপ্টেম্বর প্রথম সপ্তাহ ) মাসকলাই চাষ বেশি করা হয় । উপরন্তু খরিফ -১ মৌসুমেও অর্থাৎ বৈশাখ মাসেও ( মধ্য এপ্রিল হতে মধ্য মে ) মাসকলাই এর চাষ করা হয় ।
জমি তৈরি ও সার প্রয়োগ :
পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন উঁচু বা মাঝারি উঁচু বেলে দো - আঁশ , দো - আঁশ , পলি বা পলি দো - আঁশ মাটি মাসকলাই চাষ করার জন্য উপযুক্ত । আউশ ধান বা পাট কাটার পর জমিতে যথেষ্ট পরিমাণ আগাছা না থাকলে এবং মাটির উপরিভাগে প্রয়োজনীয় রস থাকলে সাধারণতঃ বিনা চাষে মাসকলাইয়ের বীজ বোনা যেতে পারে । জমিতে বেশি আগাছা থাকলে ২/৩ টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হয় । জমি খুব অনুর্বর না হলে সার প্রয়োগের প্রয়োজন নেই । অতি অনুর্বর জমিতে একর প্রতি ১৮ কেজি ইউরিয়া , ৪০ কেজি টিএসপি এবং ২৪ কেজি এমপি সার ব্যবহার করা প্রয়োজন । শেষ চাষের সময় সমুদয় সার প্রয়োগ করতে হবে ।
বীজ বপন:
মাসকলাই সাধারণতঃ ছিটিয়ে বোনা হয় । তবে সারি পদ্ধতিতে বপন করতে পারলে অন্তবর্তীকালীন পরিচর্যাসহ অন্যান্য কাজ সহজ হয় । এক্ষেত্রে সাহি থেকে সারির দূরত্ব ৩০ সে.মি. বা ১২ ইঞ্চি দেয়া যেতে পারে ।
পানি সেচ : বপনের সময় জমিতে রস থাকা চাই । বর্ষাকালে সেচের প্রয়োজন নেই । তবে পানি নিষ্কাশনের প্রয়োজন । মাসকলাইয়ের জমিতে সাধারণত আগাছা দমন বা সেচের প্রয়োজন নেই । তবে গাছ গজানোর ২০ থেকে ২৫ দিনের মধ্যে অন্ততঃ একবার আগাছা দমন করতে পারলে আশানুরূপ ফলন পাওয়া যায় । জমিতে যেন বৃষ্টির পানি জমে না থাকে সেজন্য বিশেষভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে ।
#skonlinekrishitv
#মাসকলাই
#মাসকলাই_চাষ
#মাসকলাই_চাষ_পদ্ধতি
#use_of_fungicides
#organic_farming
#pesticide
#fungicied
#syngenta
#plantation
#farming
#youtube
#agriculture
বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিও দেখতে Sk online krishi tv এর সাথে থাকুন... ধন্যবাদ
Friends plz subscribe to my Channel...
➡️Sk online krishi tv✅🇧🇩🇧🇩🇧🇩
➡️বন্ধুরা যে কোন ট্রাক্টরের ভিডিও পেতে নিচের লিংকে ঘুরে আসতে পারেন,,👇
/ sumonkhanagriblogs
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: