কোরআনুল কারীমে সুন্নাতে নববীর গুরুত্ব। Quranul Karime Sunnate Nobobir Gurutto l IK Media
Автор: IK Media
Загружено: 2025-03-28
Просмотров: 2
Описание: কোরআনুল কারীমের অনেক আয়াতে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ ও আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছে। বস্তুত তাঁর আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্যের কোনো পথ নেই। নবীজির আনুগত্যের অর্থই হলো জীবনের সকল ক্ষেত্রে তাঁর 'সুন্নাতের' আনুগত্য করা। ইরশাদ হয়েছে, مَنْ يُطِعِ الرَّسُوْلَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْتُكَ عَلَيْهِمْ حَفِيظًا 'যে ব্যক্তি রাসূলের হুকুম মান্য করল, সে আল্লাহরই হুকুম মান্য করল। আর যে ব্যক্তি বিমুখতা অবলম্বন করল, (হে মুহাম্মদ) আমি আপনাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি।' (সূরা নিসা: ৮০) আল-কোরআনে আরও ইরশাদ হয়েছে, وَمَا أَرْسَلْنَا مِنْ رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ 'আমি (আল্লাহ) একমাত্র এই উদ্দেশ্যেই রাসূল প্রেরণ করেছি, যাতে আল্লাহর নির্দেশে তাঁর অনুসরণ করা হয়।' (সূরা নিসা: ৬৪) আল-কোরআনে আরও ইরশাদ হয়েছে, قُلْ أَطِيعُوا اللهَ وَأَطِيعُوا الرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِلَ وَ عَلَيْكُمْ مَّا حُمِّلْتُمْ وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا وَمَا عَلَى الرَّسُوْلِ إِلَّا الْبَلْغُ الْمُبِينُ 'বলুন, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্য তিনি দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্য তোমরা দায়ী। তোমরা যদি তাঁর আনুগত্য করো, তবে সৎপথ পাবে। রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টরূপে পৌঁছে দেওয়া।' (সূরা নূর: ৫৪) আল-কোরআনে আরও ইরশাদ হয়েছে, يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ 'হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং (তাঁদের থেকে বিমুখ হয়ে) নিজেদের কর্ম বিনষ্ট কোরো না।' (সূরা মুহাম্মাদ: ৩৩) আল-কোরআনে আরও ইরশাদ হয়েছে, يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ 'হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো এবং শোনার পর তা থেকে বিমুখ হইয়ো না।' (সূরা আনফাল: ২০)আল-কোরআনে আরও ইরশাদ হয়েছে, يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُوْلَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ 'হে ঈমানদারগণ, আল্লাহর নির্দেশ মান্য করো, নির্দেশ মান্য করো রাসূলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে জড়িয়ে পড়, তাহলে তা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি প্রত্যর্পণ করো; যদি তোমরা আল্লাহ ও কেয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাকো।' (সূরা নিসা: ৫৯) আল-কোরআনে আরও ইরশাদ হয়েছে, وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَاحْذَرُوا فَإِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّهَا عَلَى رَسُوْلِنَا الْبَلْغُ الْمُبِينُ 'তোমরা আল্লাহর অনুগত হও, রাসূলের অনুগত হও এবং আত্মরক্ষা করো। আর যদি তোমরা বিমুখ হও, তবে জেনে রেখো, আমার রাসূলের কাজ দায়িত্ব প্রচার ছাড়া আর কিছু নয়।' (সূরা মায়েদা: ৯২) আল-কোরআনে আরও ইরশাদ হয়েছে, وَمَا اتْكُمُ الرَّسُولُ فَخُذُوهُ * وَمَا نَهُكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ 'রাসূল তোমাদেরকে যা দেন, তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা।' (সূরা হাশর: ৭) আল-কোরআনে আরও ইরশাদ হয়েছে, قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللهُ غَفُوْرٌ رَّحِيمٌ ﴿٣١﴾ قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكُفِرِينَ 'বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহও তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করেন। আর আল্লাহ হলেন ক্ষমাশীল ও দয়ালু। বলুন, আল্লাহ ও রাসূলের আনুগত্য প্রকাশ করো। বস্তুত যদি তারা মুখ ফিরিয়ে নেন, তাহলে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না।' (সূরা আলে ইমরান: ৩১-৩২)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: