Ebnat UTB Onlineশিবরাম মডেল প্রি ক্যাডেট স্কুল,কুড়িগ্রাম।প্লে -৮ম শ্রেণি।আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে
Автор: Ebnat UTB Online
Загружено: 2024-09-06
Просмотров: 66
Описание:
Ebnat UTB Online
আমাদের স্বকীয়তা
জাতীয় শ্রেষ্ঠ শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন কমিউনিটি শিক্ষকমন্ডলী দ্বারা শ্রেণি পাঠ উপস্থাপন।
প্লে শ্রেণিতে সার্বক্ষণিক দু'জন শিক্ষকের ব্যবস্থা।
Spoken English ক্লাসের ব্যবস্থা।
সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিরাপত্তা প্রদান।
সু-নিয়ন্ত্রিত শৃঙ্খল পদ্ধতি সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা।
ইলেকট্রিক মেশিনের মাধ্যমে অটো হাজিরা নিশ্চিত করা।
• শিশুদের জন্য অত্যাধুনিক উপকরণের মাধ্যমে খেলার ব্যবস্থা।
• অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্য কোথাও কোচিং বা প্রাইভেট পড়তে হয় না।
• অভিভাবকগণ শিক্ষার্থীদের উপস্থিতি, অনুপস্থিতি এবং সকল ধরনের তথ্য মোবাইলে
• এস,এম,এস ও অনলাইনের মাধ্যমে তাৎক্ষণিক জানতে পারবেন।
• অত্যাধুনিক উপকরণের মাধ্যমে, প্রত্যেক বিষয়ে প্রতিদিন আকর্ষণীয় শ্রেণিপাঠ উপস্থাপন করা হয়। তারপরও যদি শিক্ষার্থী বুঝতে না পারে, তখন তাকে বিভিন্ন কৌশলে শিক্ষা দেওয়া হয়।
• শিক্ষার্থীদের সুন্দর, ঝকঝকে এবং স্পষ্ট হাতের লেখাসহ শিক্ষার মান উন্নয়ন শতভাগ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার
• খেলাধুলা, নাচ-গান, অভিনয় ও বিতর্কের পাশাপাশি টিভি/প্রজেক্টরের মাধ্যমে শিক্ষামূলক অনুষ্ঠান দেখার ব্যবস্থা রয়েছে
• মুসলিম শিক্ষার্থীদের ক্ষেত্রে নামাজ এবং আরবি শিক্ষার সু-ব্যবস্থা রয়েছে। অন্য ধর্মের
শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সকল সুযোগ বিদ্যমান। • শিক্ষার্থীদের পাঠোন্নতি পর্যালোচনার জন্য সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক মূল্যায়ন নেওয়া হয়। রাফ খাতা, হ্যান্ড নোট এবং পরীক্ষার খাতা প্রতি মাসে অভিভাবকের কাছে উপস্থাপন এবং অভিভাবকের মন্তব্য নিশ্চিত করা হয়।
• ছাত্র-ছাত্রীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সু-ব্যবস্থা।
• আবাসিক ছাত্রদের সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ।
◎ ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা।
অন্যান্য অর্জন সমূহ
০১. মহান স্বাধ্য ও জাতীয় দিবস (ডিসপ্লে) -২য়
০২. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (কুচকাওয়াজ)-৩য়
০৩. চ্যানেল আই কৃষিদিবানিশি প্রোগ্রামে- ১ম
০৪. ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ উপজেলা ভিত্তিক-২য়
০৫. ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছড়া ও ইসলামী গান উপজেলা ভিত্তিক-১মও ২য়
০১. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (ডিসপ্লে)-১ম
০২. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (কুচকাওয়াজ) ০৩. জাতীয় শিশু দিবস-২য় জেলাভিত্তিক চিত্রাংকন ও দেশাত্ববোধক গান- ১ম-২য়
আবাসিক ব্যবস্থা
দূরের শিক্ষার্থী সোনামণিদের জন্য রয়েছে শিশুবিান্ধব পরিবেশ আবাসিক সু-ব্যবস্থা। শিক্ষার্থীদের সঠিক মানের লালন-পালন করলে সাধারণ মানের শিক্ষার্থীদের কাছ থেকে কাঙ্খিত সাফল্য আনা সম্ভব। আবাসিক ছাত্রদের লালন-পালন থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা ও সুন্দর মনোরম পরিবেশে সুস্থ্য বিনোদন ও মাতৃছায়ার পরশে থাকা খাওয়াসহ সার্বিক দেখাশুনা এবং লেখা- পড়ার গুরুভার দায়িত্ব নিয়ে থাকে "শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুল কুড়িগ্রাম" -এর দূর্বার এই অঙ্গপ্রতিষ্ঠান।
ভর্তির নিয়মাবলী
প্লে-গ্রুপ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের ভর্তি করানো হয় স্বল্প সংখ্যক আসনে পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হয়।
২০ নভেম্বর থেকে ফরম বিতরণ শুরু।
২০০/- (দুইশত) টাকা পরিশোধপূর্বক অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
ভর্তি শুরু: ১৪ ডিসেম্বর ২০২৫খ্রি. থেকে
ভর্তির সময় শিক্ষার্থীর ০৩ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে ও অভিভাবকের (১+১=২) কপি ছবি জমা দিতে হবে। পূর্বে অধ্যয়নরত বিদ্যা- লয়ের ছাড়পত্র, শিক্ষার্থীদের জন্ম সনদের ফটোকপি।
ভর্তির পর কোন ক্রমেই শিক্ষার্থীর ভর্তি বাতিল করা যাবে না।
চলতি মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করতে হবে। আর্থিক লেনদেন অফিসকক্ষে রশিদের মাধ্যমে পরিশোধযোগ্য। অন্যথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: