৭৫ বছর বয়সেও অদ্ভুত ক্ষমতা! ঘড়ি ছাড়াই সময় বলেন নওগাঁর এই বৃদ্ধ || Naogoan
Автор: UCS Food Frenzy
Загружено: 2025-11-04
Просмотров: 89
Описание:
অবিশ্বাস্য হলেও সত্যি! নওগাঁর রাণীনগর উপজেলার ৭৫ বছর বয়সী ইয়াছিন আলীর রয়েছে এক অদ্ভুত ক্ষমতা — তিনি ঘড়ি ছাড়াই বলতে পারেন হুবহু সময়!
দিন, দুপুর কিংবা গভীর রাত—যখনই তার কাছে সময় জানতে চাওয়া হয়, ঘড়ির কাটার সঙ্গে হুবহু মিলে যায় তার বলা সময়।
এই আশ্চর্য ক্ষমতার কারণেই সবাই এখন তাকে ডাকেন “ঘড়ি ইয়াছিন” বা “সময়মানব” নামে।
গ্রামের সাধারণ এক সবজি বিক্রেতা ইয়াছিন আলীর এই প্রতিভা আজ পুরো এলাকায় বিস্ময় তৈরি করেছে।
কেউ বলেন এটি অলৌকিক ক্ষমতা, কেউবা বলেন এটি অভিজ্ঞতার ফল!
আজ দেখুন সেই বাস্তব গল্প—একজন মানুষের, যিনি ঘড়ি ছাড়া হয়েও সময়কে করেছেন নিজের মতো করে আয়ত্তে।
🎥 লোকেশন: রাতোয়াল গ্রাম, রাণীনগর, নওগাঁ
#নওগাঁ #সময়মানব #ঘড়িবিহীনমানুষ #Naogaon #HumanClock
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: