ফেব্রুয়ারি মাস বা ফাল্গুন মাসের লাভজনক ফসল চাষাবাদ
Автор: Garden Science
Загружено: 2024-02-06
Просмотров: 1167
Описание:
ফেব্রুয়ারি মাসের চাষযোগ্য ফসলের নাম জানার আগে কিছু তথ্য জেনে নেওয়া যাক -
শীতকালীন রবি শস্যের পর শুরু হয় গ্রীষ্মকালীন ফসল চাষাবাদের প্রস্তুতি। আর এই ফেব্রুয়ারি মাস বা ফাল্গুন মাস থেকেই মূলত গ্রীষ্মকালীন চাষাবাদ শুরু করা হয় । অর্থাৎ - ফেব্রুয়ারি মাসে গ্রীষ্মকালীন ফসল গুলোর আগাম চাষাবাদ শুরু করা হলে বাজারে ফসল গুলোর যেমন ভালো দাম পাওয়া যাবে তেমনি রোগ-পোকার আক্রমণও অনেক কম হবে।
এবার জেনে নেওয়া যাক চাষযোগ্য ফসল গুলোর নাম,প্রথমে গ্রীষ্মকালীন ফসল গুলো এবং পরে শীতপ্রধান যে ফসল গুলোও এই সময় চাষ করা যাবে তা জানিয়ে দেওয়া হবে।
তালিকায় রয়েছে - চাল কুমড়া, ঝিঙা, ধুন্দুল, চিচিঙ্গা, পটল, কাঁকরোল, করলা, ঢেড়স, শসা, পেঁপে, তরমুজ, ফুটি বা বাঙ্গি, ভুট্টা, তিল , শাক জাতীয় সবজি গুলোর মধ্যে পুঁই শাক, পাট শাক, কলমি শাক, ডাটা শাক ইত্যাদি। এছাড়াও শীতপ্রধান কিছু সবজি চাষ করা যাবে,তবে জাত গুলো গ্রীষ্মকালীন চাষ উপযোগী হতে হবে, যেমন- বেগুন, মরিচ, টমেটো, মিষ্টি কুমড়া, শিম , বিট রুট, পেঁয়াজ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: