সংক্ষিপ্ত আলোচনা -বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা, ১৯৭২
Автор: Adv AM On The Go - Bangla
Загружено: 2025-04-08
Просмотров: 22
Описание:
সংক্ষিপ্ত আলোচনাঃ
বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা, ১৯৭২
বাংলাদেশ বার কাউন্সিলঃ
বার কাউন্সিল একটি বিধিবদ্ধ বা সংবিধিবদ্ধ বা স্বায়ত্বশাসত বা চিরস্থায়ী বা যৌথ প্রতিষ্ঠান বা সংস্থা।
এটি প্রেসিডেন্ট অর্ডার বা অধ্যাদেশ দিয়ে গঠিত হয় বলে এটি বিধিবদ্ধ বা সংবিধিবদ্ধ সংস্থা বলে ।
বার কাউন্সিল নিয়ন্ত্রয় করে সরকার কিন্তু এর কার্যক্রম পরিচালনা করে বার কাউন্সিল তাই এক স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বলে ।
বার কাউন্সিলে ৩ ধরনের সংগঠন থাকবে, এই কারণে একে যৌথ প্রতিষ্ঠান বলে । যথা:-
১) বার কাউন্সিল (সমগ্র বাংলাদেশে ১টি)
২) বার এসোসিয়েশন (সমগ্র বাংলাদেশে ৮১টি)
৩) বার কাউন্সিল ট্রইবুন্যাল বার কাউন্সিল ( ১ বা একাধিক গঠন করা যায় পূর্বে ৩টি বেশী গঠন করা যেত না)
বার কাউন্সিল ১৯৭২ সনের ১৭ই মে, সর্বপ্রথম প্রকাশিত বা প্রতিষ্ঠিত বা প্রণীত বা পাশ হয় ।
৪৬ নং প্রেসিডেন্ট অর্ডার বা অধ্যাদেশের মাধ্যমে পাশ হয় ।
বার কাউন্সিল কার্যকর হয় বা বলবৎ হয় ১৯৭১ সনের ২৬ শে মার্চ ।
বার কাউন্সিলে অনুচ্ছেদ ৪৬টি, বিধি আছে মোট ১০১টি ।
পেশাগত আচরন বিধি নিয়ে অধ্যায় আছে ৪টি ।
বি:দ্র : বার কাউন্সিলের ধারা ও অনুচেছদগুলো পরিবর্তন করতে পারে সরকার / আইনসভা / জাতীয় সংসদ / পার্লামেন্ট ।
বাংলা ও ইংরেজী নিয়ে কোন সাংঘর্ষিকতা তৈরী হলে বাংলা গ্রহনযোগ্য ।
বিধিগুলো পরিবর্তন করতে পারে বাংলাদেশ বার কাউন্সিল ।
আদেশগুলো পরিবর্তন করতে পারেন বাংলাদেশ মহামান্য হাইকোর্ট / সুপ্রীম কোর্ট ।
Option – এ হাইকোর্ট ও সুপ্রীম কোর্ট একসঙ্গে থাকলে, আদি এখতিয়ার হাইকোর্ট -এর থাকায়, হাইকোর্ট প্রাধান্য বা অগ্রাধিকার পাবে ।
বার কাউন্সিল একটি স্বায়ত্বশাসিত সরকারী সংস্থা বা Statutory Body বা Autonomous Body, সুতরাং এটি নিয়ন্ত্রন করে সরকার ।
বার কাউন্সিল একটি বিশেষ আইন বা মৌলিক আইন বা ঝঢ়বপরধষ ষধি ।
১লা জুলাই থেকে ৩ বছরের জন্য নির্বাচনের মাধ্যমে বার কাউন্সিলের কমিটি গঠন করা হয় । তবে এর পূর্বে অবশ্যই ৩ শে মে -এর মধ্যে বার কাউন্সিল – এর নির্বাচন অনুষ্টিত হতে হবে ।
নির্বাচনের ৩০ দিন পূর্বে ভোটার হবার জন্য বা এসোসিয়েসন – এ আবেদন করতে হবে ।
ভোট হবার ১০ দিন পূর্বে অবশ্যই ভোটার তালিকা গেজেট আকারে প্রকাশ করতে হবে । মনে রাখা প্রয়োজন
বার কাউন্সিল বা সংস্থার নির্বাচন হয় ৩ বছর পর পর । আর বার এসোসিয়েসন বা সমিতির নির্বাচন হয় ১ বছর পর পর ।
অনুচ্ছেদ ২(ক) : এ্যাডভোকেট : যিনি বার কাউন্সিলের তালিকাভুক্ত ব্যক্তি, তিনিই এ্যাডভোকেট ।
একজন এ্যাডভোকেট বাংলাদেশের সকল বিচারিক আদালত ও ট্রাইব্যুনাল – এ মামলা পরিচালনা করারা ক্ষমতা রাখেন । – অনুচ্ছেদ ১৯ ।
অনুচ্ছেদ ২(কক) : এ্যাটর্নি জেনারেল : এ্যাটর্নি জেনারেল ৩ ধরনের হবে –
১) ডেপুটি এ্যাটর্নি জেনারেল
২) এ্যাসিটেন্ট এ্যাটর্নি জেনারেল
আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন টা বাজিয়ে দিও আমাদের নতুন আইনি ভিডিও দেখার জন্য , আর আমাদের ভিডিও টি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও , আমাদের ভিডিও তে কোনো ভুল বা ত্রুটি হলে নিজের মনে করে ক্ষমা করে দিও !
কোর্ট ম্যারেজ পালিয়ে বিয়ে কি! কোর্ট ম্যারেজ করার নিয়ম। কোর্ট ম্যারিজ সম্পর্কে bangladesh আইন কি বলে?
• কোর্ট ম্যারেজ বা বিয়ে রেজিস্ট্রেশন করতে ক...
নোটারী পাবলিক কি, কেন, কখন, খরচ কত এবং প্রয়োজনীয়তা
• নোটারী পাবলিক কি, কেন, কখন, খরচ কত এবং প্র...
হিন্দু বিবাহ কিভাবে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করবেন। HINDU MARRIAGE
• হিন্দু বিবাহ কিভাবে নিবন্ধন বা রেজিস্ট্রেশ...
কোর্ট ম্যারেজ বা পালিয়ে বিয়ে করার নিয়ম। কোট ম্যারেজ করতে কত টাকা লাগে ।
• কোর্ট ম্যারেজ বা বিয়ে রেজিস্ট্রেশন করতে ক...
চেক ডিজঅনার মামলা করতে যে বিষয়গুলি অবশ্যই জানতে হবে ! LAW ON DISHONOUR OF CHEQUES
• চেক ডিজঅনার মামলা করতে যে বিষয়গুলি অবশ্যই ...
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন
আইনজীবি এ.এম আকন
০১৩২০৪৪৯৮৯৮
#bes lawyer
#Adv AM On The Go - Bangla
#am on the go
#law
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: