ইনানী বিচ ভ্রমনে পাকা আমের ভর্তা খেলাম ॥ Inani Beach Travel Guide ॥ Full HD
Автор: Hello Khokon
Загружено: 2023-02-23
Просмотров: 292
Описание:
ইনানী বিচ ভ্রমন ও পাকা আমের ভর্তা ॥ Inani Beach Travel Guide || Full HD
কক্সবাজার এর অন্যতম সুন্দর যায়গা ইনানী বীচ থেকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি ইনানী বীচের অপরূপ সুন্দর্য এবং সেই সাথে থাকছে কম খরচে কিভাবে যাবেন, কোথায় ঘুরবেন, কি খাবেন ইত্যাদি সব। পুরোটা সময় জুড়ে সাথে আছি আমি ইঞ্জি. মোঃ খোকন। তো, চলুন শুরু করি।
কক্সবাজারের ফটোগ্রাফার, এক ফাঁদ - • কক্সবাজারের ফটোগ্রাফার, এক ফাঁদ!
কক্সবাজারে সব কিছুই দামাদামি করে নেয়া ভাল। ইনানী বীচ যেতে ডলফিন মোড় থেকে অটো ভাড়া নেয় জন প্রতি ১০০-১৫০ টাকা।
অটো রিক্স মেরিন ড্রাইভে করে ছুটে চলছি ইনানী বীচ এর উদ্যেশ্যে একপাশে সাগর অন্যপাশে পাহার। যে কোন পরিস্থিতিতে মন ভাল করে দেয়ার জন্য এই পরিবেশই যথেষ্ঠ।
রাস্তার দুপাশের মনমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এলাম ইনানী বীচে।
বীচে আসার পথেই আপনাকে ফটোগ্রাফার রিকোয়েষ্ট করবে ছবি তুলে দেয়ার জন্য, আপনি যদি ঝামেলা পছন্দ করেন তবে ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতে পারেন, অন্যথায় আমি নিরুৎসাহিত করছি ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতে।
ছবি তোলার আগে সে আপনার সব কন্ডিশন মেনে নিবে আর ছবি তোলার পর বিল দেয়ার সময় আপনাকে তার সব কন্ডিশন মেনে নিতে হবে, নয়তো হয়রানির শিকার হতে হবেন।
এ নিয়ে আমার চ্যানেল একটি ভিডিও আছে দেখে নিতে পারেন।
বীচে বিভিন্ন রকম ষ্ট্রীট ফুড পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো ভর্তা। ভর্তাগুলো রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়, তাছাড়া অফ সিজনের ফলের ভর্তা বীচগুলোতে বেশি দেখা যায়।
আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভাল লেগেছে। ভিডিও ভাল লাগলে আমার পরিশ্রম সার্থক।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: