বান্দরবানের নিষিদ্ধ এলাকা থাইক্ষ্যং পাড়া,কুংহ্লা কাইটং পাড়ায় লেটানোর অভিজ্ঞতা ।। Bandarban.
Автор: Probar Fahad
Загружено: 2022-01-08
Просмотров: 242
Описание:
এবার বান্দরবান থেকে ভিণ্ন অভিজ্ঞতা নিয়ে আসলাম, আমাদের উদ্দেশ্য ছিলো দুমলং সামিট তবে সেটা আর হলো না। আমাদের হোস্ট জহির ভাই একটু অসুস্থ হওয়ার কারনে তাই আমরা বাকলাই পাড়া থেকে থাইকুম পাড়ায় চলে আসি, পরের দিন সকালে জহির ভাইর কোমরে পেইন হচ্ছিলো তখন ডিসিশন নেয় আমরা আজ পাড়ায় লেটাবো তার মাঝে কয়েকজন ডাবল ফলস্ এ চলে গেল দুপুরে আসল আমরা আবার বিকেলে কাপিতাল সামিট করলার ফিরতে ফিরতে সন্ধা নেমে আসলো পাড়ায় আসলাম সন্ধা ৬:৩০ এর দিকে।
আমরা আজ রাতে মোরগ খাব এটা নিয়ে আসলো পাড়ার মোরগ গুলা বেশ ওজন হয় জবাই করলাম রান্না শুরু হলো ফাকে থাইকুম পড়ার উপরে গেলাম পাড়ার ছেলেদের সাথে চাঁ খাওয়া আড্ডা বেশ কমতি ছিলো না। তারপর জুম ঘরে আলসাম, পাশে ক্যম্প ফায়ার চারপাশে বসে গান বাজনা সব মিলিয়ে বেশ ছিলো আর হা দিনটা ছিলো ভরা পূর্নিমা চাঁদ আর আমরা।
কাল প্লন কি জানি না আজকের মত পাড়ার লেটাইলাম আর হা এই পাড়ায় লেপ ও আছে ঘুম যে কখন চলে আসে।
পরের দিন আমরা ফিরব যেহেতু জহির ভাই অসুস্থ সেই সকাল ১১ টার দিকে হাটা শুরু করলাম বাকলাই পাড়া আসতে শেষ বিকেলে হলো সেখানে হালকা খাবার খেয়ে নিলাম হুট করে প্লান আসে আমরা যেহেতু দুমলং সাবমিট করতে পারলাম না পাড়ায় পাড়ায় লেটাবো, এবার আমরা রহনা দিলাম কুংহ্লা কাইটং পাড়া লেটাবো আজ রাতটা পরের ঘটনা একটু ভিন্ন ছিলো। বিকেল শেষ সন্ধা নেমে আসলো পাড়ায় পৌঁছাইলাম কারবারি সাথে দেখা করলাম কথা বললাম, তারপর একটা জুম ঘরে উঠে পরলাম টিম মেট সবাই মোটামুটি ফ্রেশ হইলো।
এবার রাতের খাবার জোগান করতে হবে পাড়ায় বের হওয়ার পর চোখে খাসি (ছাগল) দেখল মাহামুব ভাই সবাইকে প্যারা দিয়ে দিলো আজ খাসি খাব পাড়া থেকে কিনে, টুরে গিয়ে এরকম খুব কমই হয় বেশ জোস ছিলো ব্যপার টা পাড়ার এক দাদার কাছ থেকে একটা খাসি কিনলা টুর মেট সবাই একটু বেশিই ভালো ছিলো।
সবাই মিলে জবাই করে হাতে হাতে সব করে ফেললাম এবার রান্নার শুরু টিম এডমিন জহির ভাই রান্না শুরু করে দিলো, রান্না বসাইয়া বাহিরে আমরা ফারায় ক্যম্প বসিয়ে দিলাম চাঁদনি রাত পাহাড়ে আহা কেমন যে ছিলো জিবনের কত যে মানে এমন সহজ সুন্দর জিবন কল্পনা যেন বাস্তব হচ্ছে। রাতে খাবার হয়ে গেলো যে দাদার ঘরে ছিলাম সবাই বসে এক সাথে খাইলাম রাতে বাহিরে প্রয় দুই ঘন্টা খোলা আকাশের নিতে পাহাড়ের বুকে, সাথে ফায়ার ক্যম্প।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: