কলকাতা থেকে একদিনের ভ্রমণে পূর্ব বর্ধমানের দ্রষ্টব্যঃ স্থান//কালিকাপুর রাজবাড়ী//আল্পনা গ্রাম লবনধার
Автор: Explore with Shalmi 🌎
Загружено: 2025-11-07
Просмотров: 422
Описание:
একদিনের ভ্রমণ কাহিনী - জঙ্গল, রাজবাড়ী, মন্দির ও প্রকৃতি।
একদিনের ছোট্ট ভ্রমণে বেরিয়ে কিছুদিনে আগে ঘুরে এলাম পূর্ব বর্ধমান এর কয়েকটি স্পট, যথা কালিকাপুর রাজবাড়ী, ইচ্ছাই ঘোষের দেউল, অজয় নদীর কাশবন, দেউল পার্ক, শ্যামরূপা মন্দির, মেধাশ্রম ও লবন্ধর (আল্পনা) গ্রাম। একদিনের এই জমজমাট ভ্রমণ এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আজ ভাগ করে নেবো।
🌻 কিভাবে যাবেন?
হাওড়া থেকে ভোর বেলার যে কোনো ট্রেনে কয়েক ঘন্টার সফরে পৌঁছন বর্ধমান। বর্ধমান পৌঁছে আগে থেকে বুক করে রাখা গাড়ি করে বেরিয়ে পড়ুন সফরে। (ড্রাইভার - somnath das - +919732388705)
☘️ স্পট ১ - কালিকাপুর রাজবাড়ী।
বর্ধমান রাজপরিবারের দেওয়ান পরমেশ্বর রায়ের দ্বারা তৈরী কালিকাপুর রাজবাড়ীটি বাংলার প্রাচীন ঐতিহ্যের একটি দুর্দান্ত নিদর্শন। এখানে পুজো শুরু হয়ে যায় মহালয়ার দিন থেকেই। যদিও মায়ের প্রতিমা কে পুজো করা হয় ষষ্ঠী থেকে কিন্তু ঘট স্থাপন হয় তার ও আগে। প্রায় ৩৬০ বছর আগেকার এই রাজবাড়িতে শুটিং হয়েছে বহু সিনেমা। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই সুন্দর রাজবাড়ী ও সংলগ্ন টেরাকোটা মন্দির দুটি ঘুরে দেখার। অবশেষে মায়ের আগমনীর সুর বাজতেই পূরণ করে ফেললাম সেই ইচ্ছা।
☘️স্পট ২ - ইচ্ছাই ঘোষের দেউল ও অজয় নদী।
গড় জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে প্রাচীন রাঢ় বাংলার এই দেউল দেখে নেওয়া যাই, পাশেই অজয় নদীতে কাশবন দেখে মনে ভরে যাবে। (যদি দূর্গা পুজোর আগে যান তবেই)
☘️ স্পট ৩- শ্যামরুপা মন্দির, মেধাশ্রম ও দেউল পার্ক।
পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকে মলানদিঘি ও দেউল পার্কের খুব কাছে অবস্থিত গড় জঙ্গলে ঘেরা মেধাশ মুনির আশ্রমে প্রাচীন দুর্গোৎসব সবচেয়ে প্রাচীন পুজো হিসেবে গণ্য হয়। শ্রী শ্রী চণ্ডী এবং মার্কণ্ডেয় পুরাণ অনুসারে, রাজা সুরথ মেধাসের আশ্রমে বসন্তকালে প্রথম দুর্গাপুজোর আয়োজন করেছিলেন।
সুরথ ঘন এই জঙ্গল এলাকায় ত্রিদেবীর মন্দির প্রতিষ্ঠা করেন, যেমন মহাকালী, মহাসরস্বতী এবং মহালক্ষ্মীর মন্দির। তাদের সঙ্গেই রয়েছে মেধাস মুনির এই আশ্রম। সেখানে মহাকাল ভৈরবীর একটি মন্দিরও আছে। এখানে ১৬টি মন্দির ছিল । এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শ্যামরূপা মন্দির এবং একটি শিব মন্দির। মলানদিঘীর কাছে গড় জঙ্গলের মধ্যে অবস্থিত দেবী শ্যামরুপা নাকি ভীষন জাগ্রত। দুর্গাপুজোর সময় বহু দুর দুর থেকে মানুষ আসেন পুজো দেখতে এই মন্দিরে। এই শ্যামারুপা মন্দির থেকে মাত্র দুইশত মিটার দূরেই মেধস মুনির আশ্রম ও সংলগ্ন গড় চন্ডী মন্দির। এখানে এলে মনে হবে কংক্রিটের জঙ্গল ,শহরের কোলাহল থেকে বহু দূরে গা ছমছমে গভীর জঙ্গলে সেই উপন্যাসে পড়া কোনো ডাকাতে কালীর মন্দিরে পৌঁছে গেছেন। একটি ওয়াচ টাওয়ারও রয়েছে, উপরে উঠলে জঙ্গলের শোভা বেশ উপভোগ করা যায়।
এছাড়া এই মন্দির থেকে আরও কিছু দূরে রয়েছে অজয় নদীর ধারে পিকনিকের সুবন্দোবস্ত যুক্ত স্থান "দেউল পার্ক"।
☘️ স্পট ৪ -আল্পনা গ্রাম, লবনধার, পূর্ব বর্ধমান।
অদ্ভুত সুন্দর একটা আদিবাসী এক গ্রাম, প্রাকৃতিক সুন্দর্যে ভরপুর — গ্রাম বাংলার অতি সাধারণ জীবনচিত্র। তবে এই গ্রাম এর বিশেষত্ব হলো প্রতিটা বাড়িতে আল্পনা আঁকা। সারা গ্রাম জুড়ে প্রায় প্রতিটি বাড়ির দেয়াল-পাঁচিল অনন্য চিত্রসজ্জায় সুশোভিত। প্রকৃতি-জঙ্গল, আদিবাসী সমাজ-সংস্কৃতি, পৌরাণিক কাহিনী, দেবদেবীর লীলায় চিত্রিত গোটা গ্রাম। এখানের স্থানীয় একটি সংস্থা, 'লবণধার অন্নপূর্ণা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' গ্রামের সার্বিক চিত্রায়ন, সৌন্দর্যায়ন এবং প্রকৃতি ও পরিবেশ, বিশেষত, জঙ্গল ও জলাশয় রক্ষার ব্যাপারে গ্রামবাসীকে সচেতন করার জন্য অত্যন্ত ফলপ্রসূ উদ্যোগ নিয়েছে। তাদেরকে সাধুবাদ জানাই।
(আল্পনা গ্রামে খাওয়া বা থাকার জন্য যোগাযোগ- 947-598-8525)
🌻 কিভাবে ফিরবেন?
মানকর স্টেশন থেকে ধরে নিন দুপুরের হুল এক্সপ্রেস, সন্ধ্যের মধ্যে পৌঁছে যান হাওড়া।
Happy travelling 🙏
Other tour guides of this channel:
Vellore treatment & tour guide-
• ভেলোর ভ্রমন ও চিকিৎসা//treatment-vellore c...
Satkosia Tour Guide-
• Satkosia//সাতকোশিয়া//offbit odisha/weekend...
Shimultala Tour guide-
• Simultala & Madhupur//শিমুলতলা ও মধুপুর// ...
Offbeat Orissa - Keonjhar
• Keonjhar Orissa//কেওনঝড় উড়িষ্যা//পাহাড় জঙ্...
Rajgir nalana pawpuri guide--
• Rajgir Nalanda Pawapuri Kundalpur//রাজগীর ...
Brahmadutta dham and rabri gram
• Brahmadutta dham//rabri gram//weekend outi...
Chatakpur tour guide
• Chatakpur//Offbeat Darjeeling North bengal...
Purulia (raghurajpur circuit) tour guide
• Purulia Ep-2//পুরুলিয়া রঘুনাথপুর সার্কিট//...
Purulia (Ayodhya circuit) tour guide
• পুরুলিয়া অযোধ্যা পাহাড় ২ রাত তিন দিনের সম্...
Sittong tour guide
• Sittong//Ahaldara//Mungpoo//Jogighat//Nort...
Subscribe and keep watching.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: