বিশ্ব নদী দিবসে যশোরে মানববন্ধন ও আলোচনা সভা | Bir News24
Автор: BiR News24
Загружено: 2025-09-30
Просмотров: 19
Описание:
বিশ্ব নদী দিবসে যশোরে মানববন্ধন ও আলোচনা সভা | Bir News24
“আমাদের নদী ও জলাধারের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিনোদনমূলক মূল্যবোধ” এই আন্তর্জাতিক প্রতিপাদ্য এবং “নদী ও জলাধারের প্রাকৃতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণ করুন” এই জাতীয় প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব নদী দিবস-২০২৫ পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে দড়াটানা ভৈরব নদের পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর অঞ্চলের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নদীই এই ভূখণ্ডের প্রাণ। অথচ নানা কারণে নদী আজ দখল, দূষণ ও মৃত্যুর পথে। নদী বাঁচাতে হলে আইনের যথাযথ প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি। নদী ও জলাধারের প্রাকৃতিক ও সাংস্কৃতিক মূল্যবোধকে সংরক্ষণ করাই আমাদের টিকে থাকার শর্ত।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, ভৈরবসহ যশোরের সব নদীকে দূষণমুক্ত করতে হবে। নাব্য ফিরিয়ে আনা, অবৈধ দখলমুক্ত করা এবং নদীভিত্তিক সংস্কৃতি ও বিনোদনমূলক কর্মকাণ্ডকে সমুন্নত রাখতে হবে। নদী রক্ষার আন্দোলনকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
#birnews
#birnews24
#jashorenews24
#jashorebirnews24
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: