ওসি মোয়াজ্জেমকে বিচারের মুখোমুখি করা আমার বড় সফলতা : বলেছেন, মামলার বাদী ব্যরিস্টার সুমন
Автор: Dhaka Tv
Загружено: 2019-11-28
Просмотров: 7
Описание:
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ায় ওসি মোয়াজ্জেমকে বিচারের মুখোমুখি করতে পারাকে নিজের বড় সফলতা বলে মনে করছেন সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটির বাদী সুমন আজ বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন।
ব্যরিস্টার সুমন বলেন, ‘ওসি মোয়াজ্জেম যে অপরাধ করেছেন, তাকে বিচারের মুখোমুখি করতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় সফলতা। আদালত তার সিদ্ধান্ত দিয়েছেন।’‘উনি (ওসি মোয়াজ্জেম) আট বছর জেলে থাকবেন। ১৫ লাখ টাকা জরিমানা দেবেন। জরিমানার অর্থ নুসরাতের পরিবারকে দেবেন। অনাদায়ে আরো এক বছর জেলে থাকবেন।’
পুলিশ বা থানা সেবাদানকারী প্রতিষ্ঠান উল্লেখ করে সুপ্রিমকোর্টের এই আইনজীবী বলেন, ‘মোয়াজ্জেমের মামলার রায় পুলিশ কর্মকর্তাদের জন্য মাইলফলক। আবার একই সঙ্গে অশনিসঙ্কেতও। কারণ বাংলাদেশের থানাগুলোতে পুলিশ জমিদারের মতো আচরণ করেন।’‘কিন্তু আমরা চাই থানায় যখন মানুষ যাবেন, প্রকৃত অর্থে পুলিশের সেবা পাবেন। জমিদারির মতো পুলিশের আচরণ সাধারণ মানুষ আশা করে না।’
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: