আশুরার সিয়াম আসলে কয়টি ১ টি ২ টি নাকি ৩ টি সঠিক কোনটা।শায়খ মতিউর রহমান মাদানী
Автор: Sheikh Motiur Rahman Madani WhatsApp Q & A
Загружено: 2022-08-06
Просмотров: 391
Описание:
আশুরার সিয়াম আসলে কয়টি ১ টি ২ টি নাকি ৩ টি সঠিক কোনটা। শায়খ মতিউর রহমান মাদানী
__________________________________________
আশুরার সিয়ামের সাথে উত্তম হচ্ছে সুন্নত হচ্ছে কমপক্ষে আরেকটি সিয়াম লাগিয়ে নেয়া আর তা ৯ তারিখে ।এই মর্মেও সহিহ মুসলিমে হাদিস রয়েছে । দুটো হাদিস তার ছোট্ট হাদিসটি শোনাচ্ছি । এই হাদিসটি সবচাইতে বেশি সহিহ,সহীহ মুসলিমের হাদিস যে ১০ এর সাথে ৯ রাখবেন । তবে আরেকটি হাদিস রয়েছে যাতে রয়েছে ইবনে আব্বাস রা: থেকে বর্নিত মুসনাদে আহমাদের হাদিস
(একদিন আগে অথবা পরে রাখ ) সেটি জঈফ । এইজন্য ৯ এবং ১০, ১০ এবং ১১ র চাইতে উত্তম । কারণ সহীহ হাদিসের উপরে আমল করি আমরা । ইমাম ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ এই ক্ষেত্রে একটি মত পেশ করেছেন যেটা অনেকেই অনুসরণ করেন আবার কেউ কেউ তার উপর আপত্তি করেন এটাও অনেকের মত । তিনি বলেছেন যে সিয়ামে আশুরার তিনটি মারাতে বা স্তর রয়েছে । বলেছেন যাদুল মা'আদের দ্বিতীয় খন্ড ৭৬ পৃষ্ঠায় ।
১) ৯,১০,১১ সবচাইতে উচ্চ স্তর । এটা সবচাইতে পরিপূর্ণ ।
২) ৯ এবং ১০ দ্বিতীয় স্তর । অধিকাংশ হাদিস গুলি কিন্তু এটাই প্রমাণ করে যেটা বললাম যে এটাই শক্তিশালী ৯ এবং ১০ ।
৩) শুধু একদিনের রোজা রাখা । কেউ যদি ৯ তারিখ না রাখতে পারে তখন বলব যে ১০ এবং ১১ রাখেন বিরোধীতার জন্য । আর তৃতীয় যেটি স্তর সেটা হচ্ছে শুধু একদিনের ১০ তারিখের সিয়াম পালন করা । এটা অনেকে বলবে যে না না না ইয়াহুদীর তো বিরোধিতা হল না । এই ক্ষেত্রে আপনাদের শোনাব ইমাম ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ বলেছেন এবং তার উস্তাদ ,আমাদের সকলের উস্তাদ, উম্মতে মুসলিমার উস্তাদ শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ তার ইখতিয়ারাত একটি কিতাব রয়েছে তাতে বলেছেন সঠিক মতে শুধু এক দিনের ও যদি কেউ সিয়াম পালন করে সেটা মাকরুহ নয় । জায়েজ আছে কিন্তু সর্বনিম্ন স্তর পালন করল । এককথায় যেসব ভাইয়েরা কষ্টের কাজ করছেন , মেহনতের কাজ করছেন অথবা শারিরীক দিক থেকে অত সুস্থ না একটির বেশি সিয়াম পালন করা হয়ত কষ্টকর কমপক্ষে একটি সিয়াম পালন করবেন আশুরার ১০ তারিখে ।
Sheikh Motiur Rahman Madani Hafizahullah
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: