Baldha Garden Dhaka - Beautiful Bangladesh বলধা গার্ডেনের ইতিহাস
Автор: MDM STL
Загружено: 2022-01-27
Просмотров: 14479
Описание:
Baldha Garden Dhaka - Beautiful Bangladesh বলধা গার্ডেনের ইতিহাস
বিখ্যাত এই গার্ডেনের মালিক ছিলেন তদানীন্তন ঢাকা জেলা, বর্তমান গাজীপুর জেলার বলধার জমিদার নরেন্দ্রনারায়ণ রায় চৌধুরী ১৯০৯ খ্রিস্টাব্দে ৩.৩৮ একর জায়গার উপর বলধা গার্ডেনের সূচনা করেন। এটি ছিল তার বাগানবাড়ি। নরেন্দ্রনারায়ণ এখানে একটি পারিবারিক জাদুঘরও প্রতিষ্ঠা করেছিলেন। এখানে তখন ঢাকার উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল। নিয়মিত সেখানে বসতো গান বাজনার আসর। ধারণা করা হয় বলধা নাম থেকেই বলধা গার্ডেনের নামকরণ হয়েছে।
তিনি দুটি উদ্যান তৈরি করেন। প্রথম উদ্যানটির নাম রাখেন “সাইকী”। পরবর্তিতে তৈরি করা হয় দ্বিতীয় উদ্যান “সিবলী”।
চওড়া রাস্তা দিয়ে বাগানটি দুভাগে বিভক্ত। ঢুকে কিছুদূর গেলেই হাতের বামে পড়বে শঙ্খনদ-পুকুর। চারধারে বসে আড্ডা দেওয়ার মতো বেশ জায়গা। আছে পাকাসিঁড়ি, ধাপ নেমে গেছে পানি পর্যন্ত। অনেকেই পুকুরের পানিতে গোড়ালি ডুবিয়ে সেখানে বসে গল্প করছেন।
শঙ্খনদ লাগোয়া দোতলা বাড়ির নাম ‘জয় হাউজ’। পুরনো কাঠামোতে দোতলায় উঠার সিঁড়িটা লোহার, সামনে তিন দিকে খোলা বারান্দা। সেখানে প্রকৃতির নির্মল বাতাসে জিরিয়ে নেওয়ার মতো পরিবেশ।
এই বাগানে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৮শ প্রজাতির ১৮ হাজার উদ্ভিদ সংরক্ষণ করা আছে।
অসংখ্য বিরল ও দুষ্প্রাপ্য প্রজাতির উদ্ভিদের মধ্যে আছে অর্কিডের বৃহৎ ভাণ্ডার। নানা প্রজাতির জলজ উদ্ভিদের মধ্যে শাপলা, নীলপদ্ম, হলুদশাপলা, কচুরিপানা এবং সুদৃশ্য আমাজান লিলি। ২ মিটারের বেশি ব্যাসার্ধের থালার মতো দেখতে এর পাতা অনেক পুরু ও শক্ত। লিলি ফুল খুবই আকর্ষণীয়, সন্ধ্যায় ফোটে।
৩০ থেকে ৪০ টাকা ভাড়ায় গুলিস্তান থেকেও রিকশা দিয়ে সরাসরি যাওয়া যায়।
মূল গেটের বাম পাশে ১টি টিকেট কাউন্টার আছে। লাইন ধরে টিকেট কাটার প্রয়োজন হয় না, তবে সরকারী ছুটি বা বিশেষ দিনে লাইন ধরতে হবে দুপুর বেলায়। সবার জন্য টিকেটের মূল্য একই যেমন 20 টাকা। ২ বছর বয়সের শিশুদের জন্য টিকেট লাগে না। শুক্রবার ও শনিবার ভিড় বেশী হয়। দুপুরের দিকে ভিড় বেশী হয়।
MDM STL
Facebook Pages
/ mdmstl1
হাতে সময় থাকলে লিংক দেওয়া ভিডিও গুলো দেখবেন আশা করি
আহসান মঞ্জিল ১৫০ বছরের ইতিহাস
• Ahsan Manzil at Dhaka in Bangladesh - আহসা...
ফ্যান্টাসি কিংডম
• ফ্যান্টাসি কিংডম । Fantasy Kingdom। Water ...
বাংলাদেশ চিড়িয়াখানার ইতিহাস ও জাদুঘর
• বাংলাদেশ চিড়িয়াখানার ইতিহাস ও জাদুঘর র্পব...
Kuakata Travel Guide - Kuakata Sea Beach Travel
• Kuakata Travel Guide - Kuakata Sea Beach T...
ধন্যবা
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: