গাজীপুরের পালিত হল আন্তর্জাতিক নারী দিবস-২০২৩
Автор: NEWS25R
Загружено: 2023-03-08
Просмотров: 363
Описание:
গাজীপুরের পালিত হল আন্তর্জাতিক নারী দিবস-২০২৩
নারী পুরুষ সমতা, সমৃদ্ধ জাতির নিশ্চয়তা স্লোগানকে সামনে রেখে
আজ ৮ই মার্চ বুধবার আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে চান্দনা চৌরাস্তা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক শাপলা মেনশন এর সামনে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ গাজীপুর শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ১৬-১৭ও১৮ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী ও শ্রমিক নেত্রী লাভলী আক্তার এবং গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের গাজীপুর শাখার সদস্য সচিব মোঃ শফিউল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব এবং বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন,মঞ্চের নেত্রী ফেরদৌসী বেগম,বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন কেন্দীয় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম,গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের গাজীপুর শাখার যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান বকুল,গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের নেতা আবুল কাশেমসহ মঞ্চের অন্তর্ভুক্ত বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’—এ প্রতিপাদ্যে আজ বুধবার পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্যাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী পালিত হয় দিনটি। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করছেন বিভিন্ন শ্রমিক সংগঠনসহ সামাজিক এবং রাজনৈতিক সংগঠন গুলো। সমাবেশে বক্তারা বলেন বেসরকারি খাতের নারী শ্রমিকদের জন্য ছয় মাসের মাতৃত্ব কল্যাণ ছুটির আইন পাশ করতে হবে,গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করে অবিলম্বে ২৪ হাজার টাকা মজুরী ঘোষণা করতে হবে,শ্রমিক ছাঁটাই, নির্যাতন মামলা হামলা বন্ধ করতে হবে, বেসরকারি খাতের শ্রমিকদেরকে রেশন এর আওতায় আনার দাবি জানান নেতারা।
নারীর প্রতি বৈষম্য কমাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ুক।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তারা বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
নারী দিবস,নারী দিবস 2021,নারীর সুস্বাস্থ্য,নারীর_অধিকার,আন্তর্জাতিক নারী দিবসে,আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস,আন্তর্জাতিক_নারী_দিবস,আন্তর্জাতিক নারী দিবস,নারী জাগরণ,news Bangladesh,atn news,BBC Bangla,news,জেন্ডার_সমতা,nari diboser boktobbo,rtv news,dbc news bd,atn news update,International Women's Day,nari dibos,Rtv News,71bangla tv,#InShot,womens day,independenttv,dbc tv live,Shadhikar tv,rinkur kobita,shadhikar,bangla songbad,speech on international women's day,speech on women's day in bengali,BBC News Bangla,report,বিবিসি বাংলা,ইতিহাসের ইতিকথা,maasranga television,Rinku Debnath Kobita,71tv,international womens day,Update,dbc live
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: