ফেসবুক মার্কেটিং কোর্স | Facebook Marketing Live Project for eCommerce Business owner Bangla
Автор: SERP Thinker
Загружено: 2025-01-25
Просмотров: 445
Описание:
কোর্সে জয়েন করতে এই ফর্মটি পূরণ করুনঃ https://forms.gle/yk291BZfcWj7Lsp86 যে কোন প্রয়োজনে WhatsApp করুনঃ +880 1753-460063
অনলাইনে বিজনেস করেন কিন্তু ফেসুবক মার্কেটিং জানেন না; এর মত লজ্জাজনক বিষয় আর নেই। কারণ আপনি যে টুলস ব্যবহার করে সেলস আনবেন; সে সম্পর্কে আপনার ভাল ভাবে ধারণা থাকা উচিত। আর নয়ত দুনিয়ার যে ads Expert কেই হায়ার করেন না কেন; তার থেকে আপনি কাজ বুঝে নিতে পারবেন না।
আসসালামু আলাইকুম! SERP Thinker থেকে আমি সাইফুর রহমান বলছি। ২০২৪ সালে প্রায় ২০০ মানুষের সাথে Google Meet ও WhatsApp মিটিং করেছি এবং ৫০+ ই-কমার্স বিজনেস নিয়ে কাজ করে একটা বিষয় গভীর ভাবে উপলদ্ধি করেছি যে বাংলাদেশে ই-কমার্স ব্যবসা বলতেই বেশির ভাগ মনে করেন মার্কেটে কেউ কোন একটা প্রডাক্ট নিয়ে কাজ করে ভাল করেতেছে। ব্যস! আমিও সেটা নিয়ে পরের দিন নেমে গেলাম। আমারও সেল হবে। আর $5 এ এড রান করি যদি সেল আসে; তখন ফেসবুক আমর সব দিয়ে দিব। ফেসবুকও কোটি টাকা আমার থেকে এডের জন্য নিয়ে নিবে আমি নিজেও কোটিপতি হয়ে যাব।
কিন্তু একটা বিষয় খেয়াল করেন আপনি যে প্রডাক্টটা নিয়ে কাজ করেন সে সম্পর্কে ভাল ভাবে যদি নাই জানেন; তাহলে কিভাবে কাস্টমারকে কনভেন্স করবেন? আর যে ফেসবুককে কাজে লাগিয়ে ইনকাম করবেন কিন্তু ফেসবুক এড এর খুঁটীনাটি ভাল ভাবে জানেন না তাহলে আপনাকে যে কেউ বোকা বানাতে পারবে।
অনেকেই আমার ২/১ টা ভিডিও দেখে এবং যে কোন ব্যাংক থেকে Dual Currency card নিয়ে এড রান করেই মনে করেন যে উনি অনেক জানেন। আর জানান কিছুই নেই। আপনি বুকে হাত দিয়ে যদি বলতে পারেন যে আপনি এড রান করে আপনার বাজেটের যদি Continue সেল আনতে পারেন; তবেই আপনি পারেন। যদি এতটুকু Confidence না থাকে তাহলে বুঝবেন যে আপনার এখনো অনেক কিছুই শিখার আছে।
আমি কিছু Term বলি দেখেন এই গুলো নিয়ে কতটুকু আইডিয়া আছে!
Facebook Automated Rules
Ad Fatigue, overlap, Fragmentation
Learning, Learning Limitation
Advantage campaign budget
Sales Funnel and many more.
যদি এই বিষয় গুলো নাই জেনে থাকেন; তাহলে Practically কাজে না লাগিয়ে থাকেন; তাহলে কিভাবে বলেন যে আপনি Enough জানেন? আপনাকে দুনিয়ার সব জানতে হবে বিষয় টা এমন নয়। কিন্তু আপনাকে এতটুকু জানতে হবে জেন নিয়মিত সেলস আনতে পারেন।
অনেকেই আবার মনে করেন যে আমি কেন সব বিষয় নিয়ে মাথা ঘামব? এই কাজ একজন Expert দিয়ে করালেই ত হয়।
আমি ২ টা সিসয়েশন বলি মিলিয়ে নেন।
আপনি জানেন না কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয়। ঠিক এই কারণেই আপনি আরেকজনকে হায়ার করতেছেন। এমতবস্থায় যে কেউ আপনাকে খুব সহজেই বোকা বানাতে পারবে।
আবার আপনি ভাল ভাবে জানেন। সেল আনতে পারেন। এমতবস্থায় আপনি চাচ্ছেন বিজনেসকে Scalling up করতে বা টিম মেম্বার নিতে। সেটা অফিসে হোক আর রিমোট হোক। এখন আপনাকে খুব সহজেই ৭/৫ বুঝিয়ে চলে যেতে পারবে না।
ঠিক এই কারণেই আপনার ফেসবুক মার্কেটিং শিখে নেওয়া উচিত।
আপনাদের কথা চিন্তা করে আমি Facebook Advertising Live Course
এই লিংকে ভিজিট করে ফর্মটা পূরণ করুন। অফিস থেকে কল দিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তখন ভাল লাগলে পেমেন্ট করে কনফার্ম করবেন। https://forms.gle/yk291BZfcWj7Lsp86
SERP Thinker,
https://serpthinker.com/contact-us/
/ serpthinker
Phone BD: +8809639-279014
Email: [email protected]
WhatsApp: +880 1753460063
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: