Fingerprint Drawer Lock Digital Cabinet Locks can use for any drawer, cabinet, locker and doors
Автор: Import Park
Загружено: 2021-10-18
Просмотров: 2992
Описание:
লক করার নিয়মাবলী
1.প্রাথমিক অবস্থায় যে কেউ টাচ করলে লক খুলে যাবে এবং নীল রঙের লাইট শো করবে।ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পাঁচ সেকেন্ড ধরে রাখতে হবে, নীল লাইট জ্বলে ছেড়ে দিতে হবে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে পাঁচবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এমন অবস্থায় ফিঙ্গারপ্রিন্ট সঠিক হলে সবুজ লাইট জ্বলবে না হলে লাল লাইট জ্বলবে সবুজ লাইট নিভে গেলে ফিঙ্গারপ্রিন্ট সেট হয়ে যাবে
2. প্রথম দুজনের ফিঙ্গারপ্রিন্ট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ধরে নিবে। প্রতিবার নতুন ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চাইলে অ্যাডমিনিস্ট্রেটর কে 5 সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট ধরে রাখতে হবে এবং এক নাম্বারের অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে।
ফিঙ্গার প্রিন্ট মুছে ফেলার পদ্ধতি
ফিঙ্গারপ্রিন্ট দুইভাবে মুছে ফেলা যায় একটি হচ্ছে আঙ্গুলের ছাপ এর মাধ্যমে অন্যটি হচ্ছে ডিকোডারের মাধ্যমে।
1. গুলের ছাপ এর মাধ্যমে মুছে ফেলতে অ্যাডমিনিস্ট্রেটর কে 10 সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট চাপ দিয়ে ধরে রাখতে হবে লাল লাইট জলে ছেড়ে দিতে হবে দেখা যাবে লাল লাইট জ্বলছে নিভছে এমন অবস্থায় ফিঙ্গারপ্রিন্ট একবার টাচ করতে হবে, তখন সবুজ লাইট একটু বেশি সময় ধরে জ্বলবে তার মানে সকল ফিঙ্গারপ্রিন্ট মুছে গেছে।2. এটির সাথে সাদা রংয়ের একটি ডিকোডার দেওয়া রয়েছে যেটিকে লক এর চার্জিং পোর্ট এ লাগাতে হবে, লাগানোর কিছু সময় পর সবুজ লাইট জ্বলবে বুঝতে হবে সকল ফিঙ্গারপ্রিন্ট মুছে গেছে।
https://www.daraz.com.bd/products/i20...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: