আজ বাংলাদেশের হৃদয় হতে / রবীন্দ্র সংগীত
Автор: ( মৃত্তিকার আকাশ) Earthen sky
Загружено: 2025-10-27
Просмотров: 745
Описание:
আজ বাংলাদেশের হৃদয় হতে / রবীন্দ্র সংগীত #travel #nature#coversong
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফেরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে।।
ডান হাতে তোর খড়গ জ্বলে, বা হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ।
ওগো মা তোমার কী মুরতি আজি দেখিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে।
তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি,
তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী!
ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে,
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে,
যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেম দুঃখিনী মা,
আছে ভাঙ্গা ঘরে একলা পরে, দুঃখের বুঝি নাইকো সীমা।
কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি,
আকাশে আজ ছড়িয়ে গেল, ঐ চরণের দিপ্তীরাশি,
ওগো মা তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে,
আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও ধরণী,
তোমার অভয় বাজে হৃদয় মাঝে, হৃদয়হরণী।
ওগো, মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: