শীতকালে প্রতিদিন গোসল করা উচিত না । শীতকালে গোসলের সঠিক নিয়ম । শীতে গোসলের ক্ষতি বা খারাপ
Автор: Digital world-100
Загружено: 2021-12-10
Просмотров: 205
Описание:
শীতকালে অনেকেই প্রতিদিন গোসল করতে চান না। কেউ কেউ আবার ঠান্ডার ভয়ে গায়ে কোনো মতে পানি ঢেলেই বেরিয়ে আসেন। এবার অনিয়মতি গোসল করা এইসব ব্যক্তিদের জন্য সুখবর দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটির একদল গবেষক। তাদের মতে, প্রতিদিন গোসল করলে ত্বকের ক্ষতি হতে পারে। তাই নিয়মিত গোসল না করাই ভালো।
গবেষকদের দাবি, শরীরের ময়লা, ঘাম ধোয়ার সঙ্গে গোসলের কোনো সম্পর্ক নেই। একাধিক মার্কিন চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন গোসল করা একটা সামাজিক রীতি বা অভ্যাস বলা চলে। শরীর নিজস্ব প্রক্রিয়াই ত্বককে ধুলা-ময়লার হাত থেকে রক্ষা করে।
তবে তাই বলে গোসল একেবারে বন্ধ করার পক্ষেও যুক্তি দেননি তারা। বস্টন ইউনিভার্সিটির গবেষকদের মতে, শরীরে এমন কিছু ভালো ব্যাকটেরিয়া জন্মায় যা টক্সিনের হাত থেকে ত্বককে রক্ষা করে। প্রতিদিন গোসলের ফলে ভালো ব্যাকটেরিয়াগুলো শরীর থেকে ধুয়ে বেরিয়ে যায়। এর ফলে শরীরের ক্ষতি হয়।
এ ছাড়াও নিয়মিত গোসল করার ফলে নখের খুব ক্ষতি হয়। গোসলের সময় নখ অতিরিক্ত পানি শোষণ করে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ফলে শীতকালে দুয়েকদিন গোসল না করে থাকলে ভয় পাওয়ার কিছু নেই।
you want to something song/music/comic/fun/story/news others subject. please, you subscribe this channel-Digital World-100. চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: