Nintoin SR প্রাসবের জ্বালা পোড়া ও মূত্রনালীর বিভিন্ন সংক্রমণে কাজ করে।
Автор: BD Medicine 0709
Загружено: 2025-10-28
Просмотров: 31
Описание:
Nintoin SR প্রাসবের জ্বালা পোড়া ও মূত্রনালীর বিভিন্ন সংক্রমণে কাজ করে।
Nintoin SR 100mg
ব্যবহার সমূহ
নাইট্রোফিউরানটোইন একটি ব্যাকটেরিয়া বিরোধী ওষুধ যা মূত্রনালীর সংক্রমণে সুনির্দিষ্ট। নাইট্রোফিউরানটোইন মূত্রে অতিমাত্রায় দ্রবীভূত হয় যা বাদামী বর্ণের মূত্রের জন্য দায়ী।
ডোজ
(প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে):
মুত্রনালীর অজটিল সংক্রমণে: ৫০-১০০ মি.গ্রা. প্রতিদিন ৪ বার নিম্নতর মাত্রা নির্দেশিত। মূত্র জীবাণুমুক্ত হওয়ার পর ৭ দিন পর্যন্ত অথবা কমপক্ষে ৩ দিন চিকিৎসা চালিয়ে যেতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া
যেসব পার্শ্ব-প্রতিক্রিয়া সবচেয়ে বেশি দেখা যায় তা হলো-বমি বমি ভাব, মাথা ব্যথা এবং পেট ফাঁপা। অন্যান্য যেসব পার্শ্ব-প্রতিক্রিয়া কম দেখা যায় তা হলো ডায়রিয়া, ক্ষুধামন্দা, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বমি, কানে ভোঁ ভোঁ করা, ঝিমুনি।
সতর্কতা ও সতর্কবাণী
নাইট্রোফুরানটয়েন চিকিৎসায় বমি বমি ভাব, বমি, ঘুমঘুম ভাব, মাথাব্যথা, বহু স্নায়ু প্রদাহ প্রভৃতি দেখা দিয়ে থাকে। দীর্ঘদিন ধরে চিকিৎসা করলে অথবা অধিক মাত্রায় ব্যবহারে ট্যারাত্ব বা মাথার টাক দেখা দিতে পারে। এলার্জির উপসর্গের মধ্যে গায়ে ফুসকুঁড়ি ও জার দেখা দিয়ে থাকে। হাঁপানী, শোথ ও ফুসফুসের দীর্ঘস্থায়ী উপসর্গদেখা দিলেও তেমন ব্যাপক নয়।
গর্ভাবস্থায় ও স্তন্যদান কালে ব্যবহার
গর্ভবতী মায়েদের উপর কোন পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা হয়নী। নাইট্রোফুরানটয়েন গর্ভাবস্থায় তখন দেয়া যাবে যখন এটি সুস্পষ্টভাবে নির্দেশিত। নাইট্রোফুরানটয়েন অল্প পরিমানে মাতৃদুগ্ধে নিঃসরিত হয়। যেহুতু ১ মাসের নিচে বাচ্চাদের ক্ষেত্রে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে সেহুতু নাইট্রোফুরানটয়েন দেয়ার পূর্বে এর গুরুত্ব বিবেচনা করে হয় দুগ্ধদান থেকে বিরত থাকতে হবে অথবা ঔষধ খাওয়া থেকে বিরত থাকতে হবে।
পতি পিসের দাম ২৩ ০০ টাকা
#NintoinSR
#NintoinSR100
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: