#আসানসোলের
Автор: ভবঘুরে
Загружено: 2025-08-30
Просмотров: 83
Описание: #আজ আমরা দর্শন করবো পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের নিকটবর্তী লোকনাথবাটী গ্রামের চন্দ্রচূড় শিবমন্দির। #আপনারা যিনি যেখান থেকেই আসুন না কেন আপনারা পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বাসস্ট্যান্ডে আসবেন এবং সেখান থেকে যেসব বাস বাইপাস দিয়ে চিত্তরঞ্জন যায় সেইসব বাসে চেপে চন্দ্রচূড় বাসস্টপেজে নামবেন। #এই বাসস্টপেজ থেকে পাঁচ মিনিট হাঁটাপথে গেলেই মন্দিরে পৌঁছানো যায়। #এটি একটি বিখ্যাত শিবমন্দির। #বহু পূর্বে এখানে কোনো মন্দির ছিল না, চাষযোগ্য জমি ছিল । #রামচরণ চক্রবর্তী নামক এক ব্রাহ্মণ কৃষক জমিতে লাঙল দিয়ে চাষ করার সময় একটি বিশাল শিলাখন্ডে আঘাত করেন । #সেই রাতেই তিনি স্বপ্নাদেশ পান । #তখন তিনি শিলাখন্ডটিকে উদ্ধার করে এখানে প্রতিষ্ঠা করে ভক্তিভরে পূজা করতে থাকেন । #এই শিলাখন্ডটিই বাবা চন্দ্রচূড় শিলাখন্ড । #তখন তিনি ছোটো মন্দির তৈরী করেছিলেন, এখন সেটি বিরাট কলেবর ধারণ করেছে ভক্তদের অনুদানে । #মন্দিরের প্রধান দরজায় নরসিংহদেবকে স্থাপিত করা হয়েছে। #মন্দিরের সামনেই অনেকগুলি পূজার ডালার দোকান আছে । #মন্দির চত্বরে প্রবেশ করেই বামদিকে দেখতে পেলাম মন্দিরের অফিস । #মন্দির চত্বরে প্রবেশ করে ডানদিকে দেখতে পেলাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দূর্গা মাতার মন্দির। #এখানে মা দূর্গা সপরিবারে বিরাজ করছেন। #সারা বছর এখানে মায়ের মূর্তি থাকে । #মন্দির চত্বরে প্রবেশ করে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলাম একটি বিরাট বড়ো টিনের চাল । #এটি ভক্তদের কষ্ট লাঘবের জন্য তৈরি করা হয়েছে। #এই টিনের চালে অনেক মানতের ঘন্টা বাধা রয়েছে । #যেসব ভক্তের ইচ্ছা পূরণ হয়েছে তাঁরা এই ঘন্টাগুলি বেঁধে দিয়ে গেছেন ।#এই টিনের চালের প্রায় মাঝখানে আছে একটি বিরাট বড়ো সর্প । #সেই সর্পের ফনার নীচে অবস্থান করছেন নন্দী মহারাজ। #নন্দী মহারাজ যেদিকে মুখ করে আছেন সেদিকে বিরাজ করছেন। #বেশ কিছুক্ষণ এগিয়ে গেলে মন্দিরের গর্ভগৃহে পৌঁছানো যায় । #মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন বাবা চন্দ্রচূড় । #এখানূ বাবা চন্দ্রচূড় নিত্যপূজিত হন। #এই মন্দির কখনো বন্ধ হয় না। #এই মন্দির ২৪ ঘন্টাই খোলা থাকে । #এই মন্দিরে বারোমাস ভক্তদের ভীড় লেগেই থাকে। #তবে প্রতি সোমবারে ভক্তদের ঢল নামে এখানে। #এখানে গাজন , নীল পূজা, শিবরাত্রি , শ্রাবণ মাসে জল ঢালা প্রভৃতি সব শৈব উত্সবগুলি মহাসমারোহে পালিত হয়। #এছাড়াও এখানে পালিত হয় জন্মাষ্টমী , প্রভৃতি বৈষ্ণব উত্সবগুলিও মহাসমারোহে পালিত হয়। #এই মন্দিরে বাবা চন্দ্রচূড়কে প্রতিদিন দুপুরে অন্নভোগ নিবেদন করা হয়। #অন্নভোগের প্রসাদ বিতরণ করা হয় বিনামূল্যে। #মন্দির চত্বরে রয়েছে আরো অনেকগুলি ছোটো ছোটো মন্দির। #বাবা চন্দ্রচূড়ের মন্দিরের চূড়াটি প্রায় ৬০ ফুট উঁচু।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: