বড় ভাই বোন ও বাবা–মা জীবনের অমূল্য সম্পর্ক ভালোবাসা, শ্রদ্ধা ও জীবনের শিক্ষা
Автор: Bkshow
Загружено: 2025-11-28
Просмотров: 0
Описание:
জীবনে কিছু সম্পর্ক থাকে, যেগুলো টাকা দিয়ে কেনা যায় না—
বড় ভাই, বড় বোন, বাবা ও মা সেই অমূল্য সম্পদ।
যার কাছ থেকে শেখার আছে, পথ খুঁজে পাওয়ার আছে—
তিনি হলেন বড় ভাই, যিনি ছোটদের স্বপ্ন পূরণের জন্য নীরবে সর্বাধিক পরিশ্রম করেন।
তাই বড় ভাইকে কখনো কষ্ট দিও না, অসম্মান করো না—
কারণ বাবার পরেই তার মধ্যেই তুমি বাবার ছায়া পাবে।
আর বড় বোন—
তিনি দ্বিতীয় মা, পথ দেখানো বন্ধু,
যার শক্তি আর ভালোবাসা জীবনের অন্ধকারে আলো দেখায়।
তার কাছে সব কথা বলা যায় নির্ভয়ে, নিশ্চিন্তে।
বাবা–মায়ের সম্পর্কও জীবনের সবচেয়ে স্পর্শকাতর সত্য—
মায়ের শাড়ি মেয়েরা পরতে পারে,
কিন্তু ছেলেরা বাবার শার্ট পরতে পারে না—
কারণ বাবারা নিজেদের জন্য খুব কমই রাখেন।
বাবা-ছেলের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে নিঃশব্দ ভালোবাসা,
যেখানে দুজন দুজনকে ভালোবাসে, তবুও প্রকাশ করে না।
জীবিকার তাগিদে ব্যস্ত বাবার সেই ভালোবাসা কথায় নয়, কাজে প্রকাশ পায়।
এই ভিডিওটি পরিবারের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও মূল্যবোধের এক অনন্য বার্তা।
মন ছুঁলে লাইক ও শেয়ার করবেন। ❤️
👉 আরও এমন বাস্তবমুখী কনটেন্টের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: