ঈমাম আহমদ ইবনে হাম্বল (রঃ) এর সঙ্গে ঘটে যাওয়া একটি অবাক করা ঘটনা || মিজানুর রহমান আযহারী ।
Автор: Aktaruzzaman Sarker
Загружено: 2023-04-02
Просмотров: 23
Описание:
@AktaruzzamanSarker
#একটি_অবাক_করা_ঘটনা
#mizanurrahmanazhari
#youtube #Waz
#banglawaz
#wazmahfil
আস্তাগফিরুল্লাহ এর ফজিলত!
রাসুলুল্লাহ (ছা.) এরশাদ করেছেন, ‘সু-সংবাদ তার জন্য, যার আমলনামায় অধিক ইস্তেগফার পাওয়া যাবে।’
(ইবনে মাজাহ হাদিস নং ৩৮০৮)।
ইস্তেগফারের রয়েছে বহুমুখী ফজিলত।
যথা :-
★ ইস্তেগফার নির্ভেজাল একটি ইবাদত।
★ গোনাহ মাপের মাধ্যম।
★ বৃষ্টি বর্ষণের কারণ।
★ সম্পদ ও সন্তান অর্জনে সহায়ক।
★জান্নাতে প্রবেশের সিঁড়ি।
সার্বিক শক্তি অর্জনের মাধ্যম। কোরআনে এরশাদ হয়েছে, ‘হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো অতঃপর তার কাছে তওবা করো, তাহলে তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করবেন। আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হয়ো না।’ (সূরা হুদ, আয়াত ৫২)।
উত্তম ভোগ-উপকরণ অর্জনের চাবিকাঠি। কোরআনে এরশাদ হয়েছে, ‘আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। তারপর তার কাছে ফিরে যাও, (তাহলে) তিনি তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ-উপকরণ দেবেন।’
(সূরা হুদ : আয়াত ৩)
বালা-মসিবত দূর করে। কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাদের আজাব দানকারী নন এমতাবস্থায় যে, তারা ইস্তেগফার করছে।’
(সূরা আনফাল : আয়াত ৩৩)।
আল্লাহ তায়ালা ইস্তেগফারের মাধ্যমে, আনুগত্যশীল ব্যক্তিদের আনুগত্য অনুযায়ী প্রতিদান বৃদ্ধি করে দেন। কোরআনে এরশাদ হয়েছে, ‘(আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। এরপর তার কাছে ফিরে যাও, তাহলে) অধিক আনুগত্যশীলকে তাঁর আনুগত্য মোতাবেক দান করবেন।’
(সূরা হুদ : আয়াত ৩)।
বান্দা ইস্তেগফারের প্রতি বেশি মুখাপেক্ষি। কারণ, দিনরাত আমরা শুধু গোনাহ আর গোনাহ করি। সুতরাং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যাবতীয় গোনাহ ক্ষমা করে নিতে হবে।
রহমত অবতীর্ণ হওয়ার কারণ। কোরআনে এরশাদ হয়েছে, ‘কেন তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করছো না, যেন তোমাদের রহমত করা হয়?’
(সূরা নামল : আয়াত ৪৬)।
মজলিস তথা বৈঠকের সব সগিরা গোনাহের জন্য কাফফারা।
সর্বোপরি এটা রাসূলুল্লাহ (ছাঃ) এর সুন্নতের অনুসরণ। কারণ, রাসূলুল্লাহ (ছাঃ) দৈনিক কমপক্ষে সত্তরবার ইস্তেগফার পাঠ করতেন।
استغفر الله و اتوب اليه
আস্তাগফিরুল্লাহু ওয়া আতুবু ইলাইহি।
আল্লাহ্ আমাদের বেশী বেশী আস্তাগফিরুল্লাহ পড়ার তৌফিক দান করুক আমিন ।
------------------------------------------------
সংকলনেঃঃ মুহাম্মদ আব্দুল আজিজ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: