বাংলাদেশের সবচেয়ে সুন্দর পরিছন্ন ও সাদা মনের মানুষের গ্রাম আলিয়াছড়া। Aliachora khasia punji
Автор: The BadhoN Travelogy
Загружено: 2022-05-16
Просмотров: 13615
Описание:
আমাদের দেশে যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে তাদের মধ্যে খাসিয়ারা অন্যতম। খাসিয়ারা মূলত মঙ্গোলীয় বংশোদ্ভূত এবং তারা তিব্বত থেকে ভারতের আসাম রাজ্যে এসেছিল। সেখান থেকে পাঁচশ বছর আগে তারা এই বাংলায় আসে। ইতিহাসবিদরা বলেন, খাসিয়ারা মূলত অনার্য জাতি যারা আর্যদের আগমনের সময় তাদের সাথে কয়েকদফা যুদ্ধে জড়িয়ে পড়ে। সেখানে আর্যদের হাতে পরাজিত হওয়ার ফলে তারা পাহাড়ে, জঙ্গলে, নির্জন জায়গায় থাকা শুরু করে ও বর্তমানের খাসিয়ারাও একই ধারা বজায় রেখেছে। তাদের বসতি এলাকাকে পুঞ্জি বলা হয়। আলিয়াছড়া খাসিয়াপুঞ্জি সিলেটের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে দুই-তিন কি.মি ভিতরে অবস্থিত।
খাসিয়াপুঞ্জির ভিতরে ও বাইরে উভয় জায়গার পরিবেশ অত্যন্ত মনরোম ও শান্ত। যারা শহরের ব্যস্ত জীবনের ফলে অতিষ্ট হয়ে উঠেছে তাদের জন্য এটি একটি স্বর্গরাজ্য বলে মনে হবে।
এখানকার খাসিয়ারা উন্নতমানের বাড়িঘরে বসবাস করে এবং তাদের বাড়িঘরগুলো নিজেদের পছন্দ অনুযায়ী তৈরি করা হয়ে থাকে। তাদের ঘরের পাশেই নালা রয়েছে যেখান দিয়ে বৃষ্টির সময় উপরের থেকে পানি পুঞ্জির বাইরে নেমে যায়। পাকা সিঁড়ি বলে দেয় যে তাদের পুঞ্জির মধ্যকার চলাচল ব্যবস্থা অত্যন্ত উন্নত ও সহজ। মূলত তারা বাইরের লোকদের সাথে কমই মেশার চেষ্টা করে কিন্তু কেউ আগ্রহ প্রকাশ করলে তারা হতাশ করে না।
সেখানকার খাসিয়াদের জীবিকার প্রধান উৎস হচ্ছে লেবু ও পান। মূলত তারা পানের উপর অধিক নির্ভরশীল। তাদের ওখানে যে পান পাওয়া যায় তা মূলত খাওয়ার উদ্দেশ্য ব্যবহার করা হয় না। সেই পান থেকে রং (উুব) তৈরি করা হয়। খাসিয়ারা নিজেরাও কাচা সুপারী দিয়ে পান খেতে পছন্দ করে তাই তাদের হরহামেশাই পান চিবুতে দেখা যায়। এরফলে তারা সুপারী গাছকে ব্যবহার করে পানের চাষ করে যার ফলে একসাথে উভয়দিক থেকে তারা লাভবান হতে পারে।
খাসিয়ারা একসময় প্রকৃত পূজারী ছিল কিন্তু এখন তারা খ্রীস্টান মিশনারীদের মাধ্যমে খ্রীষ্টধর্মে দীক্ষিত হয়েছে। তাদের পুঞ্জিতে চার্চ রয়েছে ও তারা খ্রীস্ট ধর্মের আচার অনুষ্ঠান ও অনুশাসন মেনে জীবন পরিচালনা করে।
আলিয়াছড়া খাসিয়া পুঞ্জি পর্যটকদের জন্য অত্যন্ত মনোমুগ্ধকর একটি স্থান। সেখানকার শান্ত পরিবেশ ও আদিবাসীদের আচার ব্যবহার যে কাউকে মুগ্ধ করবে। তাই আপনারাও সিলেটে গেলে খুব সহজেই দেখে আসতে পারেন খাসিয়াদের জীবনযাত্রা, আলিয়াছড়া খাসিয়াপুঞ্জিতে।
কীভাবে যাবেন?
ট্রেনে বা সড়ক পথে শ্রীমঙ্গল গিয়ে সেখান থেকে সড়ক পথে মাত্র দুই কিলোমিটার পথ গেলেই পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই আলিয়াছড়া খাসিয়া পুঞ্জি। সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে সকাল থেকে রাত ১২.০০ টা পর্যন্ত হানিফ, শ্যামলীসহ বিভিন্ন পরিবহন সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। ভাড়া ৪৫০-৫০০ টাকা। এছারাও ট্রেনে ভ্রমণ করতে চাইলে রয়েছে জয়ন্তিকা, আন্তঃনগর পারাবত এক্সপ্রেস সহ আরো কিছু ট্রেন, যেগুলো শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও শ্রীমঙ্গল যায়। যদি নিজস্ব গাড়ি থাকে তবে সকালে সড়ক পথে ঢাকা থেকে রওনা হয়ে হবিগঞ্জের প্রবেশদ্বার দিয়ে সিলেটে ঢুকতে পারেন। সেখানে মাধবপুর উপজেলা সদরে পৌঁছে কুটুমবাড়ি বা সেমকো রেস্টুরেন্টে নাস্তা খেতে পারেন। ট্রেনে যদি শ্রীমঙ্গল যান তবে সেখানে থেকে একটু সামনেই পাঁচ ভাই রেস্তোরায় গিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী খাবার খেতে পারেন। সিলেটে এছারাও রয়েছে আরো অনেক পর্যটন কেন্দ্র। সেগুলোতেও ঘুরে আসতে পারেন। যদি পাহাড়ে চড়েন তবে বেশি বোঝা না নেয়াই ভাল এবং ঝর্ণা দেখতে যাওয়ার ইচ্ছা থাকলে কিছু অতিরিক্ত কাপড় নিয়ে আসতে ভুলবেন না।
✧ Copyright Disclaimer ✧
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: