থ্রি-ফেজ ট্রান্সফরমারের HT কারেন্ট এবং LT কারেন্ট কিভাবে বের করবেন(HT< Current Calculation 3-phase
Автор: EEE Bangla
Загружено: 2019-10-26
Просмотров: 17932
Описание:
পাওয়ার সেক্টর এ আমাদের প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করে থাকি, যেমন–ট্রান্সমিশন সাব-স্টেশনে কম মানের ভোল্টেজ কে সেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ কে বাড়িয়ে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে অনেক দূরে রিসিভিং স্টেশনে পাঠানো হয়,পরে রিসিভিং স্টেশন থেকে ডিস্ট্রিবিউশন সাব-স্টেশনে পাঠানো হয়, এই কাজগুলো করা হয় পাওয়ার ট্রান্সফরমারের মাধ্যমে এবং ডিস্ট্রিবিউশন সাব-স্টেশনে 11000 ভোল্টেজ কে কমিয়ে 440 ভোল্টেজে পরিণত করে লোডের সাথে সাপ্লাই দেওয়া হয়, এই কাজগুলো করা হয় ডিস্ট্রিবিউশন ট্রানসফর্মের এর মাধ্যমে, আমরা জানি, বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত অনেকগুলো স্টেপ আপ ,স্টেপ ডাউন পাওয়ার ট্রান্সফরমার ব্যবহার করা হয় কিন্তু বিতরনের জন্য কারখানা বা যেখানে পাওয়ার সরবরাহ দেওয়া হবে তার প্রবেশমুখে একটি স্টেপ-ডাউন থ্রি ফেজ ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ব্যবহার করা, অনেক সময় তিনটি সিঙ্গেল ফেজ স্টেপ ডাউন ট্রান্সফর্মার প্যারালাল সংযোগ করে বিতরনের এই কাজটি করা হয়, ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা এই ধরনের যেকোনো ট্রান্সফরমারের প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্ট হিসাব করে বের করতে পারব। আমরা যদি সংক্ষেপে হিসেব করতে যাই তাহলে মনে রাখতে হবে যে, ট্রান্সফর্মার যদি 100kva হয় তাহলে এর HT সাইডে 5.4 এম্পিয়ার কারেন্ট নেই এবং LT সাইডে 139 এম্পিয়ার কারেন্ট নেয়, ধরুন আপনার ট্রান্সফর্মার 500kva তাহলে প্রাইমারি কারেন্ট হবে 500*5.4%=27 এম্পিয়ার এবং সেকেন্ডারি কারেন্ট হবে 500*139%=695 এম্পিয়ার,এভাবে আমার ইলেকট্রিশিয়ান ভাইরা ট্রান্সফরমারের প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্ট বের করতে পারবেন।আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ভিডিও থেকে আপনি যদি সামান্য পরিমান কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ সবাইকে।
Youtube Channel Link: / eeebanglahelp
or
Youtube Channel Link2: / @eeebanglahelp
Our Facebook Group: / 1074442306088818
Our Facebook Page: / eee-bangla-111108130395532
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: