বিক্রমপুরের কালের সাক্ষী ইদ্রাকপুর কেল্লা- মুঘল স্থাপত্যের হারানো গল্প!
Автор: দেশে-দেশে
Загружено: 2025-06-20
Просмотров: 357
Описание:
বিক্রমপুরের কালের সাক্ষী ইদ্রাকপুর কেল্লা: বাংলার নদীপথ রক্ষার ইতিহাসের এক জ্বলন্ত সাক্ষী
মুন্সীগঞ্জের বুকে দাঁড়িয়ে থাকা ইদ্রাকপুর দুর্গ শুধু একটি প্রাচীন স্থাপত্য নয়, বরং এটি মুঘল আমলের বীরত্ব, সামরিক কৌশল এবং শৈল্পিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। মোঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে, বাংলার সুবেদার মীর জুমলা ১৬৬০ সালে বিক্রমপুরে নির্মাণ করেন এই দুর্গটি। সে সময় বাংলার নদীপথ ছিল জলদস্যুদের অবাধ চলাচলের রণক্ষেত্র, বিশেষ করে আরাকানি ও পর্তুগিজ জলদস্যুরা হামলা চালাতো নিয়মিত। এসব আক্রমণ ঠেকাতে এবং ঢাকা ও তার আশপাশের অঞ্চলকে সুরক্ষা দিতে নির্মাণ করা হয় তিনটি কেল্লা—যার অন্যতম হচ্ছে এই ইদ্রাকপুর দুর্গ।
দুর্গটি একটি কৌশলগত স্থানে নির্মিত হয়েছে। মাত্র তিন কিলোমিটারের মধ্যে এখানে মিলিত হয়েছে চারটি নদী—মেঘনা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা ও ইছামতী। এই নদীগুলোর মোহনায় অবস্থান করা দুর্গটি জলপথের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
Idrakpur Fort: A Timeless Witness of Mughal Architecture in Munshiganj
Idrakpur Fort, a stunning piece of Mughal-era architecture, stands as a silent witness to the history of Munshiganj. This fort was built in 1660 during the reign of Mughal Emperor Aurangzeb by Mir Jumla, the Subahdar (governor) of Bengal, in the region of Bikrampur, known today as Idrakpur.
The fort is strategically located at a point where four major rivers—Meghna, Dhaleshwari, Shitalakshya, and Ichhamati—converge within a 3-kilometer radius. In the 16th and 17th centuries, attacks by Arakanese and Portuguese pirates on Bengal’s river routes were a frequent threat. To protect Dhaka, Narayanganj, and the surrounding regions from these naval invasions, the Idrakpur Fort was constructed.
#history #travel #travelvlog #munshiganj #mughal #mughalheritage #viral #historicsites
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: