মিছিল এলাকা পরিক্রমা করে সুবর্ণ বণিক সমাজ হলে সমবেত হয় ।
Автор: SankhadipVlogs
Загружено: 2025-05-04
Просмотров: 7
Описание:
১৩৯তম ঐতিহাসিক মে দিবসে কলকাতা সার্বাবান বাইক ট্যাক্সি ইউনিয়নের চালকেরা মে দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি মিছিল এলাকা পরিক্রমা করে সুবর্ণ বণিক সমাজ হলে সমবেত হয় । সুবর্ণ বুনিক সমাজ হলে মে দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত ২৮ জন নিরপরাধ সহ নাগরিকের প্রতি গভীর শোক প্রকাশ করে দুই মিনিট নীরবতা পালন করা হয়। দুঃখ জনক ঘটনার তিব্র নিন্দাও ধিক্কার জানিয়ে দোষীদের কঠোরতম শাস্তি দাবি করা হয় । সভাতে বাইক ট্যাক্সি চালকরা তাদের নানা ধরনের সমস্যা নিয়ে প্রশ্ন রাখেন। বাইক চালকদের প্রশ্ন গুলিকে সামনে রেখে ইউনিয়নের সম্পাদক কমরেড দেবু সাউ আলোচনার মাধ্যমে সমস্যাগুলির চরিত্র অনুধাবন করে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলবার শপথ নেন। এই মহতী সভায় মে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এ আই ইউ টি ইউ সি কলকাতা জেলা সম্পাদক কমরেড আইসানুল হক। সভা পরিচালনা করেন সংগঠনের সভাপতি কমরেড শান্তি ঘোষ ।
#AIUTUC #internationallebourday #1th #May #mayday #BIKETAXI
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: