মানব দেহের অজানা রহস্য,অজানা তথ্য,মানব দেহের মজার তথ্য,মানব দেহ সম্পর্কে অজানা ও অদ্ভুত কিছু তথ্য।
Автор: Keva Avishkar health
Загружено: 2024-06-01
Просмотров: 91
Описание:
মানব দেহের অজানা তথ্য: অবাক করা ১৬টি বিস্ময়!
বিধাতার তৈরি আমাদের এই দেহ নিয়ে চিন্তা-ভাবনার শেষ নেই। মাঝে মাঝে আপনি চিন্তা করলেও খুব অবাক হবেন যে রক্ত মাংসে গড়া আমাদের এই দেহ জুড়ে ছড়িয়ে আছে এমন সব তথ্য যার বিষয়ে শুনলে আমরা অবাক না হয়ে পারিনা। বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করছেন মানবদেহ নিয়ে এবং একেক সময় বেরিয়ে আসছে অজানা সব তথ্য যা পুরো বিশ্বকেই অবাক করে দেয়। মানবদেহ নিয়ে যেমন জল্পনা-কল্পনার শেষ নেই তেমনি এই দেহ নিয়ে তথ্যেরও শেষ নেই। তাই চলুন আজ জেনে নেই এমনই ১৬ টি তথ্য যা হয়তো আপনি জানতেন না।
মানব দেহে রোগ প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার সংখ্যা ২৫০ কোটি এবং এরা মাত্র ১২ ঘন্টা বেঁচে থাকে।
একজন মানুষের দেহের রক্তের পরিমাণ তার দেহের মোট ওজনের ১৩ ভাগের ১ ভাগ।
দেহে ও মনে যখন অনুভূতি আসে তখন তা মস্তিষ্কে পৌঁছতে ০.১ সেকেন্ড সময় লাগে।
দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্ত কণিকার পরিমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ মাস বাঁচে।
যখন মানুষ কোন কারণে লজ্জা পায় তখন দেহের পাকস্থলীও লজ্জা পায়।
একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে।
কোন অনুভূতি স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ঘন্টায় ২০০ মাইল বেগে প্রবাহিত হয়।
একজন শিশুর জন্মের সময় হাড় থাকে ৩৫০ টি।
একজন মানুষ সারা জীবনে ৪০ হাজার লিটার মূত্র ত্যাগ করে।
একজন মানুষের শরীরে চামড়ার পরিমাণ হচ্ছে ২০ বর্গফুট।
একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।
মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে ৭ টি বড় জাতের কেক তৈরি সম্ভব।
মানুষের শরীরে ৬৫০ টি পেশী আছে। কোন কোন কাজে ২০০ টি পেশী সক্রিয় হয়। মুখমন্ডলে ৩০ টির বেশী পেশী আছে। হাসতে গেলে ১৫ টির বেশী পেশী সক্রিয় হয়।
একস্থান থেকে শুরু করে সমগ্র শরীর ঘুরে ঐ স্থানে ফিরে আসতে একটি রক্ত কণিকা ১,০০,০০০ কিমি পথ অতিক্রম করে অর্থাৎ ২.৫ বার পৃথিবী অতিক্রম করতে পারে।
আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।
মানুষের মস্তিষ্ক প্রতি মিনিটে ১,০০০ শব্দ পর্যন্ত পড়তে পারেন।
মানব দেহের অজানা রহস্য,অজানা তথ্য,মানব দেহের মজার তথ্য,মানব দেহ সম্পর্কে অজানা ও অদ্ভুত কিছু তথ্য,মানব দেহের গঠন,অবাক করা তথ্য,মানব দেহ,মানব দেহের কংকাল,মানব দেহ সম্পর্কে অজানা তথ্য,মানব দেহের অজানা তথ্য,মানব দেহের অজানা কিছু তথ্য,মানব দেহের চিত্র,মানব দেহের কিছু অজানা তথ্য,মানব দেহের অজানা ও মজার তথ্য,মানবদেহের বিস্ময়কর ও অবাক তথ্য,দেহের অজানা তথ্য,মানব দেহের রোগ,মানব দেহের বিভিন্ন অংশের নাম,মানবদেহ সম্পর্কে মজার এবং অজানা ১৬টি তথ্য
Unknown secrets of the human body, unknown facts, interesting facts about the human body, unknown and strange facts about the human body, structure of the human body, surprising facts, human body, skeleton of the human body, unknown facts about the human body, unknown facts about the human body, human body Some unknown facts, pictures of the human body, some unknown facts of the human body, unknown and interesting facts about the human body, surprising and surprising facts about the human body, unknown facts about the body, diseases of the human body, names of different parts of the human body, 16 interesting and unknown facts about the human body.
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: