আহ্বান। পর্ব ৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য পাঠ। একাদশ-দ্বাদশ শ্রেণি। HSC। Forhad TBT 91
Автор: Forhad TBT 91
Загружено: 2022-10-08
Просмотров: 90
Описание:
#আহ্বান৩ #ahoban3 #awvanbivitivushan
আজ 'আহ্বান' গল্পের তৃতীয় পর্ব উপস্থাপন করলাম। আশা করছি কিছু জানতে পারবে।
-ওই সেই বুড়ি- এখানে যিনি আসত। তেনার বড্ড অসুখ। এবার বোধহয় বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে-- অস্থির রোজ শুধায়। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলি। বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে। বুড়ি শুয়ে আছে একটা মাদুরের ওপর, মাথায় মলিন বালিশ। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইল। পরে আমাকে চিনে ধড়মড় করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম, উঠো না, ও কী? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বলল, ভালো আছ অ মোর গোপাল? বসতে দেখা গোপালকে। বসতে দে। --বসবার দরকার নেই, থাক। --গোপালরে ওই খাজুরের চটখানা পেতে দেখা। পরে ঠিক যেন আপনার মা কি পিসি মার মতো অনুযোগের সুরে বলতে লাগল, তোর জন্যি খাজুরের চাটাইখানা কদ্দিন আগে বুনে রেখেলাম। ওখানা পুরনো হয়ে ভেঙ্গে যাচ্ছে। তুই একদিনও এলি না গোপাল। অসুখ হয়েছে তাও দেখতে এলি না। বুড়ির দুচোখ বেয়ে জল পড়ছে গড়িয়ে। আমায় বলল, গোপাল, যদি মরি, আমার কাফনের কাপড় তুই কিনে দিস। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্য। হয়ত আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে উঠবে না। বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল। Forhad TBT 91 সাহিত্যের টুকটাক বিষয় সুন্দর করে উপস্থাপনের চেষ্টা করে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: