আল্লামা মামুনুল হক সাহেব কে পাশে রেখে | মাহফিলে একটি সুন্নতি পড়ালেন
Автор: Fahi tv
Загружено: 2024-12-25
Просмотров: 762
Описание:
আল্লামা মামুনুল হক সাহেব কে পাশে রেখে | মাহফিলে একটি সুন্নতি পড়ালেন।
একটি সুন্নতি বিয়ে সম্পন্ন হল।
সম্পূর্ণ হল।
শায়খুল হাদিস আল্লামা মুফতি দেলোয়ার হোসাইন দা: বা: এর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দারুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল।আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। বাতেলের আতঙ্ক। কারা নির্যাতিত মমজলুমে আলেমে দ্বীন। এই দেশের লক্ষ কোটি তৌহিদের জনতার হৃদয়ের স্পন্দন। রাজপথের লড়াইকো সৈনিক। অত্যন্ত সুস্পষ্টবাদী। দিনের অতন্দ্র প্রহরী। আমার ওস্তাদ শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতু। হযরত এর আগমনে আজ মনোহরগঞ্জের মাটি ও মানুষ আলোকিত হবে। তাওহীদের ধ্বনিতে প্রকম্পিত হবে আকাশ বাতাস গাছপালা রাস্তাঘাট। অতএব সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমার দীনি দাওয়াত রইলো আপনারা সকলেই উক্ত মাহফিলে অংশগ্রহণ করবেন এবং মাহফিলকে সাফল্যমন্ডিত করবে। সাথে সাথে বজ্র কন্ঠে আওয়াজ তুলুন যাচ্ছি কোথায় যাব কোথায় শায়খুল হাদিস আল্লামা মামুন হক দামাত বারাকাতুহুমের মাহফিলে । যাচ্ছি কোথায় যাব কোথায় শায়খুল হাদিস আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুমের মাহফিলে। যাচ্ছি কোথায় যাব কোথায় ধর্ম উপদেষ্টার মাহফিল। যাচ্ছি কোথায় যাব কোথায় মধুপুরের পীর সাহেবের মাহফিলে। যাচ্ছি কোথায় যাব কোথায় আল্লামা নজির আহমেদ সাহেবের মাহফিলে।
(বান্দুয়াইন, মনোহরগঞ্জ, কুমিল্লা।)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: