আল আকসার (বাইতুল মুকাদ্দাস) ইতিহাস এবং ইসলামবিরোধীদের জবাব | মুশফিক মিনার
Автор: Mercy Rahmah
Загружено: 2021-06-21
Просмотров: 306
Описание:
আল আকসা (বাইতুল মুকাদ্দাস/বাইতুল মাকদিস) সম্পর্কে এখানে যেসব প্রশ্নের উত্তর আলোচনা করা হয়েছেঃ
১। আল কুদস এবং আল আকসা কেন মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ?
২। আল আকসা মসজিদ আসলে কোনটি? ফিলিস্তিন সংক্রান্ত কোন ইস্যু সামনে এলেই সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন পোস্ট ভাইরাল হয়। সোনালী গম্বুজের মসজিদ নাকি কালো গম্বুজের মসজিদ কোনটি ‘আসল’ আল আকসা মসজিদ এটা নিয়ে অনেকে পোস্ট দেয়। কিছু ষড়যন্ত্র তত্ত্বও শোনা যায়। এ বিষয়ে কিছু আলোকপাত করুন।
৩। আগের প্রশ্নের সূত্র ধরেই একটি প্রশ্ন। খ্রিষ্টান মিশনারী ও নাস্তিক-মুক্তমনাদের থেকে একটা অভিযোগ আসে যে, ইতিহাস সাক্ষ্য দেয় রোমানরা ৭০ খ্রিষ্টাব্দে ইহুদিদের Temple Mount বা Temple of Solomon গুড়িয়ে দেয়। এরপর থেকে জেরুজালেমে ঐ স্থান বিরানভূমি হয়ে ছিলো। নবী(স) ইসরা-মিরাজের রাতে মসজিদুল আকসায় সলাত আদায় করেন। অথচ তখন তো সেখানে কোনো মসজিদের ইমারত থাকা সম্ভব ছিলো না। এই তথ্য দেখিয়ে তারা দাবি করে যে নবী(স) এর ইসরা-মিরাজের ঘটনা নাকি মিথ্যা (নাউযুবিল্লাহ)। এর জবাব কী হতে পারে?
৪। মসজিদুল আকসার নির্মাতা কে? অনেক সময় ইসলামবিরোধীদের পক্ষ থেকে একটা অভিযোগ আসে যে হাদিসে বলা হয়েছে মসজিদুল হারামের ৪০ বছর পরে আল আকসা নির্মিত হয়েছে অথচ মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাসের নির্মাতা সুলাইমান(আ) তো কাবার নির্মাতা ইব্রাহিম(আ) এর বহু শত বছর পরের মানুষ। এ ব্যাপারে কিছু বলুন।
৫। আল কুরআন অনুযায়ী আল কুদস ও বাইতুল মাকদিসের অধিকার কাদের? অনেক সময় খ্রিষ্টান মিশনারী এমনকি নাস্তিক-মুক্তমনাদের পক্ষ থেকেও প্রচারনা চালানো হয় যে কুরআনে নাকি বলা হয়েছে পবিত্র ভূমি ফিলিস্তিনের অধিকার নাকি ইহুদিদেরকে দেয়া হয়েছে! কোনো কোনো বঙ্গীয় সেকুলারদেরকেও এদের সাথে গলা মেলাতে দেখা যায়। এর জবাব কী হতে পারে?
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: