JPL 2025🔥 নিলাম পর্ব 💥জঙ্গিপুর পৌরসভা 💥
Автор: True Football 07
Загружено: 2025-09-21
Просмотров: 194
Описание:
নিলামের নিয়মাবলী
(1) দল নিলামের তারিখ 21/09/2025 (রবিবার) সকাল 10 ঘটিকা।
(2) নিলামের স্থান বিশ্বাস লজ, জোতকমল, জঙ্গীপুর, মুর্শিদাবাদ।
(3) নিলামের এনট্রিপাস দলপিছু 4 (চার) জনকে দেওয়া হবে।
(4) নিলামের মিনিমাম ভ্যালু 20,000/- (কুড়ি হাজার টাকা)।
(5) কোনো দলের নিলাম ভ্যালু যা হবে তার 50% টাকা নিলামের দিনই জমা করতে হবে।
(6) নিলামের অংশ গ্রহণ কারী ব্যক্তি/ ব্যক্তিগণ / সংস্থাকে 5,000/- টাকা জমা দিয়ে নিলামে অংশগ্রহণ করতে হবে।
(7) নিলামে অংশগ্রহণে ইচ্ছুকগণ এনট্রিপাস-এর জন্য 5,000/- টাকা আগামী 10/09/2025 থেকে 15/09/2025 মধ্যে জমা করতে হবে।
(৪) এনট্রিপাস-এর টাকা মাসাদুল ইসলাম (হিরু) জমা করা যাবে। যোগাযোগের নং- 96355640651
সত্যিকারের ফুটবল প্রেমিক
(9) নিলামে পাওয়া দলের নাম নিজের অঞ্চলের নামের সাথে পছন্দ মতো যে কোনো নাম যোগ করতে পারবে।
(10) জার্সির একসেট স্যাম্পেল লটারির মাধ্যমে দেওয়া হবে। জার্সি নিজেদেরকেই ক্রয় করতে হবে।
(11) JPL লোগো জার্সির সামনে বামদিকে পজিশন থাকবে। বাকিটা দলের নিজের মতো বিজ্ঞাপন দিতে পারবে।
(12) নিলাম ভ্যালুর বাকি 50% টাকা 06/10/2025 তারিখের মধ্যে অবশ্যই জমা করতে হবে।
(13) প্রতিটি লিগের খেলাতে বিজয়ী দলকে 6,000/- টাকা এবং পরাজিত দলকে 5,000/- টাকা ম্যাচফেয়ার হিসাবে দেওয়া হবে।
(14) অগ্রিম নেওয়া 5,000 /- টাকা নিলাম সম্পূর্ণ হওয়ার পর সেই দিনই দল না পাওয়া ব্যক্তিদের ফেরত দেওয়া হবে।
(15) যেকোনো অঞ্চলের যেকোনো ব্যক্তি যেকোনো অঞ্চল নিলাম ডাকতে পারে।
(16) 8 (আট) দলীয় লিগে দুটি গ্রুপ (A এবং B) থাকবে। একটি গ্রুপের চারটি দল একে অপরের সাথে খেলে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী দল সেমি-ফাইনালে যাবে। অর্থাৎ নির্দিষ্ট গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী দলের মধ্যেই সেমি-ফাইনাল খেলা হবে।
(17) নিলামের দিন এনট্রিপাস পাওয়া ব্যক্তিদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা থাকবে। (সর্বাধিক চারজন)
(18) খেলা হবে যে দুই ফুটবল ময়দানে তার নাম নিলামের পর জানানো হবে।
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: