Sujit Bose: অগ্নিকাণ্ডের ৩২ ঘণ্টা পর ঘটনাস্থলে সুজিত বোস |
Автор: News Bangla Daily 24x7
Загружено: 2026-01-27
Просмотров: 0
Описание:
২ ঘণ্টা পর ঘটনাস্থলে সুজিত বসু, অনুমোদনহীন কারখানা স্বীকার দমকল ডিজির
আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৩২ ঘণ্টা পর মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছলেন দমকলমন্ত্রী সুজিত বসু। মোমো তৈরির কারখানা ও ডেকরেটর্সের গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেলেও এখনও একাধিক জায়গায় পকেট ফায়ার জ্বলছে বলে জানিয়েছে দমকল। মঙ্গলবার সকালেও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ঘটনাস্থল ঘুরে দেখে দমকলমন্ত্রী বলেন, গভীর রাতে আগুন লাগে এবং বিশাল ৩৫ হাজার স্কোয়ার ফিট এলাকা জুড়ে ছিল দাহ্য পদার্থে ঠাসা এই গোডাউন।
প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে বলে দাবি, যদিও সরকারি হিসেবে মৃতের সংখ্যা তিন। নরেন্দ্রপুর থানায় ১০ জনের নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছে, নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। দমকলের ডিজি রণবীর কুমার স্পষ্ট জানান, ওই কারখানার কোনও দমকল অনুমোদন বা ফায়ার সেফটি ব্যবস্থা ছিল না। এই ঘটনায় দমকলের তরফে এফআইআর করা হবে বলেও জানান তিনি।
স্থানীয়দের অভিযোগ, ডেকরেটর্সের অফিসেই কর্মীরা থাকতেন, অথচ বেরোনোর জন্য ছিল মাত্র একটি দরজা। আগুন লাগতেই সেই দরজা বন্ধ হয়ে যায়। পাশের গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ায় বেরিয়ে এসেও শেষরক্ষা হয়নি বহু কর্মীর। এখনও ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজদের মধ্যে শুধু পূর্ব মেদিনীপুর জেলারই অন্তত ১৩ জন বাসিন্দা রয়েছেন বলে জানা গিয়েছে। প্রিয়জনের খোঁজে রাতভর ঘটনাস্থলেই অপেক্ষা করছেন পরিজনেরা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: