সবুজ প্রকৃতি প্রেমিক , Poems about green nature
Автор: Travel Companion BD
Загружено: 2020-08-12
Просмотров: 1690
Описание:
সবুজ মাঠ সবুজ ঘাস
সবুজে সবুজে একাকার
মুগ্ধতার আহবানে এদিক ওদিক
ফিরে তাকাই বারবার।
রূপের নাই শেষ তোমার
আমার মাতৃভূমি
ভালবাসি সবুজের সমারোহ
সত্যিই অপরূপ তুমি ।
ঋতুর বৈচিত্রতায় অপরূপ সাজে
প্রকৃতি যে সেজেছে আজ
বৃষ্টিতে ভিজে পাতারা
নিয়েছে গাঢ় সবুজের সাজ ।
চারিদিকে সবুজ শান্তির
নেমেছে যেন শীতল ধারা
গাছে ফুটেছে রঙ-বেরঙের ফুল
প্রকৃতির সাথে হই আনন্দে মাতোয়ারা ।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
ফুটেছে কৃষ্ণচূড়া
কদম কেয়া আর কামিনী গাছ
ফুলে ফুলে ভরা ।
আমার বাংলার মত কোথাও নাই
এমন সবুজতর রূপ
চারিদিকে ছাতার মত
গাছে গাছে পল্লবের স্তুপ ।
পথে প্রান্তরে নদীর তীরে
বটের ছায়ায়
সবুজে সবুজে মন মাতায়
যেন এক অপরূপ মায়ায় ।
জন্মভুমি মাগো আমার
শত দু:খেও সবুজে প্রাণ জুড়ায়
বিমুগ্ধ নয়নে চেয়ে থাকি
প্রকৃতি তুমি কাছে টান এ কোন মহিমায় ।
পেতে চাই না দামী কিছু
চাইনা অজস্র ধন ভান্ডার
তোমার মাঝে সবই পাই
ধনে যে লালসা নেই আমার ।
এখন আর তোমার রূপে মাগো
মন না রাঙে
খুন-খারাবি আর সন্ত্রাসীর
খবরে প্রতিদিনের ঘুম ভাঙে ।
সবুজে সবুজে প্রাণ হয়না
কেন আজ সিক্ত
মাতৃভূমি মাগো তোমার
বুক রক্তে কেন আজ রক্তাক্ত ।
তবুও আশা রাখি সবুজে সবুজে
হউক উজ্বল তোমার এই ধুলির ধরায়
শত দু:খে যেন জুড়ায় মন প্রাণ
তোমার সবুজের অমৃত স্পর্শ ছোঁয়ায়
আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়, দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশার কবেকার পাড়াগার মেয়েদের মতো যেন হায় তারা সব আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্দুল জোনাকিতে ভরে, গেছে; যে মাঠে ফসল নাই তাহার শিয়রে চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে
জীবনানন্দ দাশ
#সবুজ_প্রকৃতি_প্রেমিক#কবিতা#প্রকৃতির_কবিতা#Poems_about_green_nature#
Subscribe our channel : https://www.youtube.com/channel/UC4Il...
Like Our Facebook page : / just-go-1062. .
Our Group : / 19606. .
ANTI-PIRACY WARNING *
Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: