All About Easy Phonetics BOOK
Автор: TESOL BANGLADESH
Загружено: 2025-06-30
Просмотров: 211
Описание:
HOTLINE: 09644-686868
দীর্ঘ ভ্রমণে যাবার জন্য প্রস্তুত করে রাখা তালাবদ্ধ গাড়িতে ঢুকতে যেমন চাবি (Car Key) দরকার, ইংলিশ শেখার দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত করে রাখা তালাবদ্ধ ইংলিশ ভাষা নামক গাড়িটির চাবি হচ্ছে phonetics (উচ্চারণ বিদ্যা), the scientific study of speech sounds. অনেকেরই এই বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারনা নেই, এমনকি দক্ষ ও অভিজ্ঞ ইংলিশ শিক্ষকদেরও। আর হ্যাঁ, phonics ও phonetics দুটি বিষয়কে গুলিয়ে ফেলা যাবে না। Phonics হলো একটি বৈজ্ঞানিক পদ্ধতি যা দিয়ে শিশুরা জীবনের প্রথম ইংলিশ পড়া ও উচ্চারণ শেখে (Phonics is a system for teaching children to read and pronounce)। বলে রাখা ভালো, টেসল পাবলিকেশনস্ বাংলাদেশে সর্বপ্রথম phonics এর উপর ১৮টি বই প্রকাশ করে 2023 সালে।
HOTLINE: 09644-686868
বাংলায় যেমন প্রমিত উচ্চারণ রয়েছে, ইংরেজিতেও দুটি এ্যাকসেন্ট অধিকতর গ্রহনযোগ্য ও বহুলব্যবহৃত: BBC Accent & CNN Accent. এই দুটি এ্যাকসেন্টকে Standard English Accents or synonymously Standard English Pronunciation (SEP) বলব এই বইয়ে। আপনি যে কোনো একটি এ্যাকসেন্টকে বেছে নিন। আমার পরামর্শ হলো বাংলাদেশী, ইন্ডিয়ান, আফ্রিকান, ককনি স্টাইল, চাইনিজ বা মধ্যপ্রাচ্যে যেভাবে ইংলিশ বলা হয় ওভাবে আপনি শিখবেনও না এবং ওভাবে বলবেনও না। ওগুলো বলতে পারেন বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালির বাংলা উচ্চারণের মতো। সুতরাং বিষয়টি স্পষ্ট, লাউড এ্যান্ড ক্লিয়ার।
আপনার এই বইটি বিশেষভাবে লেখা হয়েছে; ৫% থিয়রি আর ৯৫% প্র্যাকটিস ভিত্তিক। বলতে পারেন টপ-ডাউন এ্যাপ্রৌসে লেখা বইটি। প্রতিটি অধ্যায়ে প্রচুর প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দেয়া হয়েছে, অডিও রেকর্ড করে দেয়া হয়েছে। প্রতিটি সাব-সেকশনের জন্য আলাদা QR CODE দেয়া হয়েছে যাতে খুব দ্রুত আপনি স্ক্যান করেই অডিও শুনতে পারেন। দেশে-বিদেশে পড়াশুনা করার সুবাদে অনেক শিক্ষকের ক্লাস করেছি, অনেক বিদেশী লেখকের বই পড়েছি। সত্যি বলছি, এই বইটির মতো গোছালো Phonetics বই আর দ্বিতীয়টি দেখিনি। আপনার চোখে পড়লে আমাকে WhatsApp-এ তার পিডিএফ শেয়ার করতে পারেন (01633686868)।
HOTLINE: 09644-686868
মোট 45টি অধ্যায়ে ভাগ করা হয়েছে বইটি। প্রথম অধ্যায়ে উচ্চারণের জটিলতায় না ঢুকে গানের সারগামের মতো মুখের ব্যায়াম শেখানো হয়েছে। অডিও শুনে খুব সহজে অনুশীলন করতে পারবেন। এতে আপনার জড়তা কাটবে, লজ্জা ভাঙবে, সাউন্ডগুলো সম্পর্কে পূর্ণ (৯৯%) ধারনা জন্মাবে। ৪র্থ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সকল লেভেলের শিক্ষক, প্রফেশনালস্ ও অভিভাবকসহ সকলের জন্য এই বইটি বিশেষ করে লেখা হয়েছে।
৩য় অধ্যায়টি উচ্চারণ স্থান, ৪র্থ অধ্যায় ২৪টি কনসন্যান্ট সাউন্ডস্ নিয়ে সাজানো হয়েছে। প্রথাগতভাবে উপস্থাপিত হয়নি অধ্যায়টি। সাউন্ড সেন্সিং নিয়ে এ্যাকটিভিটি অন্তর্ভুক্ত করা হয়েছে। শুনতে শুনতে, পড়তে পড়তে অজান্তেই সাউন্ডগুলো আয়ত্ব হয়ে যাবে আপনার। খুব মজাও পাবেন পড়তে। শিক্ষকদের জন্য খুব ভালো হবে যদি কেউ শ্রেণিকক্ষে Phonetics পড়াতে চান, সেটি হোক কোনো ইংলিশ সেন্টারে বা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে। ছন্দে ছন্দে, ৩, ৬, ৮ বিটের মাধ্যমে সাউন্ডগুলো পড়ানোর অনেকগুলো এ্যাকটিভিটি দেয়া হয়েছে।
৫ম অধ্যায়ে রয়েছে ২০টি Vowel Sound এর ভিন্ন ভিন্ন এ্যাকটিভিটি। শুরু হয়েছে সাউন্ড সেন্সিং গেইম দিয়ে। তারপর ৬ বিটে শর্ট ভাওয়েল সাউন্ডস্ পড়ানোর সুন্দর কৌশল, হাফ সার্কেল কৌশলে ডিফথং এবং রাবার স্ট্রেচিং টেকনিকে লং ভাওয়েল পড়ানোর কৌশল। দেয়া হয়েছে উচ্চারণ সারগাম। রয়েছে বিস্তারিত আলোচনা। মোট কথা বস হয়ে যাবেন 44 IPA Symbols শিখে। এরপর পুরো ৪৪টি সাউন্ড নিয়ে তৈরি করা হয়েছে Tongue Twisters. এক কথায় অসাধারণ!
HOTLINE: 09644-686868
৬ষ্ঠ অধ্যায়ে রয়েছে ম্যাজিক সাউন্ডস, ৭ম অধ্যায়ে রয়েছে Phonemic Transcription. এই ছয়টি অধ্যায় আয়ত্ব হয়ে গেলেই আপনি বিশ্বের যে কোনো ইংলিশ টু ইংলিশ ডিকশনারি থেকে লক্ষ লক্ষ ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ করতে পারবেন, শুধু IPA Symbols এর মাধ্যমে, উচ্চারণের ট্র্যান্সক্রিপশন দেখেই। মাত্র ৭ দিনেই এমনটি অর্জন হবে আপনার। তাহলে বলুন, কেন বাংলাদেশী শিক্ষার্থী ইংলিশে তুখোড় হবে না? ৭টি অধ্যায়ে হয়ে গেল আপনার উচ্চারণ শেখার দালানের ভিত্তি গড়া। এবার চলুন রং করি!
৮ম থেকে বাকি অধ্যায়গুলো এখন দালানকে সুন্দর করার জন্য। শিখবেন music in words, music in sentences, fluency hacks, loud reading hacks সহ আরো অনেক কিছু। পুরো বইটিতে ৩০০০ এরও বেশি ইংলিশ শব্দ ও তাদের IPA Transcription দেয়া হয়েছে। ইংলিশ অলিম্পিয়াড, প্রেপসল অলিম্পিয়াডের প্রস্তুতি এবং IELTS প্রস্তুতি সহ বিভিন্ন প্রফেশনে খুব কাজে লাগবে।
আমরা খুব সুন্দর প্রযুক্তির যুগে বাস করছি। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের শেখা ও লেখার মানকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। এই তো 2022 সালে যে কনটেন্ট লেখার কাজ অনেক জটিল ও সময়সাপেক্ষ ছিল, তা আজ খুবই সহজ। আপনাকে ব্যবহার করা জানতে হবে। এই বইয়ে কিছু রাইমিং উচ্চারণ সারগাম ও টাং টুইস্টারস্ লিখতে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়েছি। এই বইটি হয়েছে আরো সমৃদ্ধ, সুখপাঠ্য! Thanks AI!
বইটির প্রতিটি পৃষ্ঠার প্রতিটি বাক্য, প্রতিটি অক্ষরের অডিও রেকর্ডিং করা হয়েছে। ইংলিশ উচ্চারণ নিয়ে একটি কমপ্লিট ভিডিও কোর্স তৈরি করা আছে English with Yeasir এ্যাপে। প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। কোর্সটি সংগ্রহ করুন। এছাড়া TESOL Bangladesh App-এ 100টি ভিডিও ক্লাসের একটি পূর্ণ কোর্স Signature Pronunciation Course-SPC দেয়া আছে।
সবকিছুই আয়োজন করে দেয়া হয়েছে আপনার জন্য। বইটি কেমন লাগলো, অডিও শুনতে কেমন লাগলো, আর ভিডিও কোর্সই বা কেমন লাগলো আপানার কাছে। আমাকে জানাতে ভুলবেন না (01633-686868, WhatsApp Text). নিজে শিখে অন্য দশজনকে অনুপ্রাণিত করুন। ২০২৪ সাল থেকে শুদ্ধ উচ্চারণে ইংলিশ শিখবে পুরো বাংলাদেশ! ইনশাআল্লাহ।
মুহাম্মদ ইয়াসীর
HOTLINE: 09644-686868
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: