পঞ্চগড়ে মক্তব শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট ও লেপ বিতরণ করা হয়। মাক্কী মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ
Автор: MahdiMasih TV
Загружено: 2024-02-04
Просмотров: 154
Описание: খতমে নবুওয়ত মারকায বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাক্কি মাদানী ফাউন্ডেশন এর উদ্যোগে পঞ্চগড় জেলার অসহায় শীতার্ত ও মক্তব শিশুদের মাঝে শীতবস্ত্র জ্যাকেট ও লেব বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত মারকায পঞ্চগড় শাখার প্রধান পরিচালক মাওলানা রায়হান লায়েক ও সহকারী পরিচালক মাওলানা মাহমুদুল হাসান আরো উপস্থিত ছিলেন মরহুম আব্দুল হক রহঃ সবাহি মক্তব সংস্থার সহকারী পরিচালক হাফেজ শফিউল আলম , নায়েক পাড়া নূরানী হাফিজিয়া মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নুর হাবিব ও সবাহি মক্তবের শিক্ষক কারী মুহাম্মদ মিজানুর রহমান সহ আরো অনেকে। এসময় উপস্থিত শীতার্ত মানুষেরা লেপ পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে ডোনারদের জন্য দুই হাত তুলে দোয়া করেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: