রমজানের প্রস্তুতি এবং আমল |আবু ত্বহা মুহাম্মাদআদনান |Abu Toha Muhammad adnan | Ramadan | Bk Yusuf
Автор: B.k Islamic Yusuf
Загружено: 2025-02-17
Просмотров: 86
Описание:
রমজানের প্রস্তুতি এবং আমল | আবু ত্বহা মুহাম্মাদ আদনান |
Abu Toha Muhammad adnan | Ramadan | Bk Yusuf
মাহে রমযান: ফযীলত ও করণীয়
মাহে রমযান বছরের বাকি এগার মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। এ মাসের বিশেষত্ব অনেক।
১. এ মাসেই মানুষ ও জিন জাতির মুক্তির সনদ পুরো কুরআন মাজীদ একত্রে লাওহে মাহফুয থেকে প্রথম আসমানে বাইতুল ইযযতে অবতীর্ণ হয় এবং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট সর্বপ্রথম এ মাসেই ওহী অবতীর্ণ হয়। কুরআন মাজীদে ইরশাদ হয়েছে-
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيْنَتٍ مِّنَ الْهُدَى وَ الْفُرْقَانِ....
রমযান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়াত এবং সত্যপথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ। -সূরা বাকারা (২): ১৮৫
এ ছওয়াবের পরিমাণ যে কত তা একমাত্র তিনিই জানেন। এ প্রসঙ্গে 'রোযার ফযীলত' শিরোনামে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
রমযান মাস রহমত, বরকত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাস। তাই এ মাস পেয়েও যে ব্যক্তি স্বীয় গুনাহ মাফ করাতে পারল না তার জন্য স্বয়ং জিবরাঈল আ. বদদুআ করেছেন এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামীন হয়েও আমীন বলে সমর্থন জানিয়েছেন। হাদীস শরীফে এসেছে-
أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقَى الْمِنْبَرَ فَقَالَ: آمِينَ، آمِينَ، آمِينَ، قِيلَ لَهُ: يَا رَسُولَ اللهِ، مَا كُنتَ تَصْنَعُ هَذَا؟ فَقَالَ: قَالَ لِي جِبْرِيلُ: رَعْمَ أَنْفُ عَبْدِ أَدْرَكَ أَبَوَيْهِ أَوْ أَحَدَهُمَا لَمْ يُدْخِلْهُ الْجَنَةَ، قُلْتُ: آمِينَ. ثُمَّ قَالَ: رَعْمَ أَنْفُ عَبْدِ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ لَمْ يُغْفَرَ لَهُ، فَقُلْتُ: آمِينَ. ثُمَّ قَالَ: رَغمَ أَنْفُ امْرِئٍ ذُكِرَتَ عِندَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ، فَقُلْتُ: آمِينَ.
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে আমীন, আমীন, আমীন বললেন। তাঁকে বলা হল, হে রাসূল! আপনি তো এরূপ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরাঈল আমাকে বললেন, ঐ ব্যক্তি ধ্বংস হোক, যে পিতা-মাতা উভয়কে অথবা একজনকে পেয়েও (তাদের খেদমত করে) জান্নাতে প্রবেশ করতে পারল না। তখন আমি বললাম, আমীন। অতপর তিনি বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, যে রমযান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারল না। আমি বললাম, আমীন। জিবরাঈল আবার বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, যার
রমজানের প্রস্তুতি, রমজানের আমল, রমজান মাসের প্রস্তুতি, রমজান মাসের আমল, রমজানের বিশেষ আমল, রমজানের পূর্ব প্রস্তুতি, রমজানের প্রস্তুতি এবং বিশেষ কিছু আমল শোনেন, রমজানের ওয়াজ, রমজানের শ্রেষ্ঠ আমল, রমজান মাসের পূর্ব প্রস্তুতি আমল, রমজানের প্রস্তুতি রমজানের আগে যে আমল করবেন, রমজানের ওয়াজ, রমজানের প্রস্তুতি ওয়াজ, রমজান মাসের আমল সমূহ, abu toha adnan, adnan, আবু ত্বহা মুহাম্মাদ আদনান, আদনান হুজুর, ত্বহা আদনান, রমজানের প্রস্তুতি এবং আমল, ramadan
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: