Bhalobesho Ekbar UPLOAD MUKTA MIRZA SONG Krishnokoli Islam
Автор: Mukta Mokbul Mirza
Загружено: 2022-03-25
Просмотров: 67
Описание:
তবু বন্ধু ভালোবেসো একবার
ছুঁয়ে ছুঁয়ে দেখো আমার এ হাড়
ছুঁয়ে ছুঁয়ে শেখো এ কি
চোখ দিয়েছি প্রিয় বন্ধু
সে চোখে দেখ
পৃথিবীর রূপ এ কি
তবু বন্ধু ভালোবেসো একবার
যা ছিলো সব দিয়েছি দেবার।।
বিশাল মহাকাশ ছোট্ট পৃথিবী
তিন ভাগ জলে ভাসা
এক ভাগে মাটি
তুমি বন্ধু বেঁধেছো ছোট্ট বাসা
সে ছোট ঘরেতে শূন্যতা ভরে
নির্বাক মিছে আশা
তবু বন্ধু ভালোবেসো একবার
যা ছিলো সব দিয়েছি দেবার।।
মেঘেতে জলপরী নেই
মেঘেতে মেঘপরী কই
মহাকাশ শূন্য অসীম
সে রেখায় একা একা
পৃথিবীর পানে চেয়ে
দু'চোখে স্বপ্ন নিয়ে
তবু বন্ধু ভালোবেসো একবার
যা ছিলো সব দিয়েছি দেবার।।
হাজারে হাজারে মানুষ বাজারে
বাজারে স্বপ্ন ঝুলি
একা একা আর
থেকে হাহাকার
কি করি কি করি
তবু বুক পেতে রেখে
ভালোবাসা দেখে
আয় ছুটে আয় বাঁচি
তবু বন্ধু ভালোবেসো একবার
যা ছিলো সব দিয়েছি দেবার।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: