দুনিয়ার দৃষ্টান্ত ক্ষণস্থায়ী জীবন | সূরা কাহাফ এর ঘটনা | দুই বন্ধুর ঘটনা | দাজ্জালের যুগ
Автор: Duronta Media
Загружено: 2025-09-26
Просмотров: 494
Описание:
দুনিয়ার দৃষ্টান্ত ক্ষণস্থায়ী জীবন | সূরা কাহাফ এর ঘটনা | দুই বন্ধুর ঘটনা | দাজ্জালের যুগ
দাজ্জালের সমসাময়িক যুগে বেশিরভাগ মানুষ বস্তুবাদী হয়ে যাবে, হয়ে যায় নাই? বেশিরভাগ মানুষ দুনিয়ার ধন সম্পদ চাকচিক্যের মোহে পড়ে যাবে, পড়ে যায় নাই? শুধু তাই নয় তারা পরকালীন বিষয়গুলো অস্বীকার করবে। মানুষকে ধর্মহীনতার দিকে নিয়ে যাবে।
দাজ্জাল আসার আগের পরিস্থিতি কেমন হবে, এই নিয়ে বলতে গিয়ে বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামিক স্কলার এই সব কথা বলেন।
মাওলানা আরও বলেন, আজকে সূরা কাহাফের আরেকটি ঘটনা আপনাদের বলবো, যেটা আগে কখনো বলিনি। যে টা আপনাকে চেনাবে যে দাজ্জালের সভ্যতাটা কেমন হবে।
দুনিয়ার দৃষ্টান্ত ক্ষণস্থায়ী জীবন | সূরা কাহাফ এর ঘটনা | দুই বন্ধুর ঘটনা | দাজ্জালের যুগ
সূরা কাহফের চাঁরটি ঘটনার একটি হলো দুই বন্ধুর ঘটনা। আল্লাহ পাক এই সূরার মাঝে দুই বন্ধুর ঘটনা বলেছেন। যার একজন ছিলো অনেক ধনী। তার অনেক বড় বড় খেজুরের বাগান আছে, আঙুরের বাগান আছে এবং এর মধ্য দিয়ে নদী চলছে।
বাগানের মধ্য দিয়ে নদী চলে গেছে তাহলে কত বড় সম্পদের মালিক চিন্তা করুন!
তো এত সম্পদের মালিক এই ব্যক্তি তার এক গরিব বন্ধুকে নিয়ে বাগানের ভিতর ঢুকেছে। ঢুকে হাটাহাটি করছে, গল্পগুজব করছে।
গল্পগুজব করার এক পর্যায়ে ধনী বন্ধু বলে ফেলেছে যে, "হে আমার দোস্ত, শোন আমি তোমার চেয়ে মালে এবং সম্পদে অনেক সেরা।"
আবু ত্বহা আদনান বলেন, কে বলেছে এই কথা? এই ধনী বন্ধু।
আমরা মাঝে মাঝে এই কথা বলিনা? এই ধনী বন্ধু হলো বস্তুবাদী মানুষ। এরকম মন মানসিকতার মানুষ আমাদের মাঝে আছে না?
দুনিয়ার দৃষ্টান্ত ক্ষণস্থায়ী জীবন | সূরা কাহাফ এর ঘটনা | দুই বন্ধুর ঘটনা | দাজ্জালের যুগ
এবার সে তার কথিত, জান্নাতেও প্রবেশ করল এবং আবার তার নফসের উপর জুলুমও করে বসলো। কিভাবে ঝুলুম করলো? ঠিক এইভাবে!
সে তার গরীব বন্ধুকে বলছে, হে আমার বন্ধু শোন, আমি এটা বিশ্বাসই করি না আমি এটা মনেই করি না যে আমার এই প্রোপার্টি কখনো ধ্বংস হবে।
বুঝতে পারছেন? ওই যে আমি পরকালে বিশ্বাস করি না, আখিরাতে বিশ্বাস করি না। কোন সভ্যতার কথা এগুলো? আপনার আশেপাশে দেখছেন না?
সে বলল আর আমি এটাও বিশ্বাস করি না যে কিয়ামত কখনো হবে। তার মানে এই বন্ধুটা কি বস্তুবাদি না? সে কিয়ামতে বিশ্বাস করে না।
ধন সম্পদের মোহে সে এতটা আকৃষ্ট হয়েছে যে সে ভাবে এই সম্পদ কখনো তার কাছ থেকে যাবে না।
দুনিয়ার দৃষ্টান্ত ক্ষণস্থায়ী জীবন | সূরা কাহাফ এর ঘটনা | দুই বন্ধুর ঘটনা | দাজ্জালের যুগ
এই চিন্তাটাকে আধুনিক ভাষায় বলা হয় বস্তুবাদ। বাড়ি-গাড়ি, টাকা-পয়সা এইগুলা নিয়েই মগ্ন থাকা। আর পরকালে অবিশ্বাস করা।
এবার গরিব বন্ধুটা ধনী বন্ধুকে বলছে, "হে আমার বন্ধু, তুমি কি সেই সত্ত্বার সাথে কুফরি করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে?"
এরপর তোমাকে মায়ের গর্ভে নুৎফা আকারে রেখেছেন। এরপর তোমাকে এই পুরুষের আকৃতি দিয়েছেন। তুমি কি সেই সত্ত্বা আল্লাহকে অস্বীকার করছো?
তুমি যখন তোমার জান্নাতে ঢুকলা তখন এটা কেন বললা না যে, মাশাআল্লাহ, আল্লাহ তা'য়ালা আমাকে কি চমৎকার জান্নাত দিয়েছেন। তুমি কেনো কুফুরি করলা?
এরপর যেটা হয়েছে, আল্লাহ তা'য়ালা এই ধনী বন্ধুর জান্নাতকে একরাতেই ধ্বংস করে দিয়েছেন আর সেই গরিব বন্ধুকে দুনিয়া এবং আখিরাতে বিশাল নিয়ামত দিয়েছেন।
পরেরদিন সকালে সে তার বাগানে এসে বলে, হায় এটা কোন জায়গায় আসলাম? এটা তো আমার বাগান-বাগিচা বলে মনে হচ্ছে না।
তখন তিনি আফসোস করে বলেন, হায় আমি যদি আমার রবের সাথে শিরকটা না করতাম! হায়! তাহলে আজকে আমার এই অবস্থা হতো না।
এর ঘটনার ঠিক পরেই আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ এবার তুমি তোমার উম্মতের কাছে দুনিয়ার দৃষ্টান্তটা পেশ কর। কেননা দুনিয়ার দৃষ্টান্তটাও একই রকম।
মাওলানা আরও বলেন, তো দেখুন দাজ্জালের সাথে সমসাময়িক যুগের মিল কোথায়। এই যে বিউটি কন্টেস্ট বলেন, ওয়ার্ল্ড কাপ বলেন, ফ্যাশন শো গুলোর কথা বলেন, যে কোনো কিছুর কথা বলেন এগুলোর প্রত্যেকটির উদ্দ্যেশ্য দুনিয়া নয় কি? পরকালীন কোনো স্বার্থ আছে?
আল্লাহ তা'য়ালা এই সম্পর্কে বলেন, তোমরা দুনিয়ার মোহে আকৃষ্ট হয়ে আছো যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছো।
আমাদের দুনিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লার ইবাদত করা, ইসলামের প্রচার করা। অথচ আমরা মূল উদ্দ্যেশ্য থেকে কত দূরে চলে গেছি
দাজ্জালের যুগ, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, সূরা কাহাফ এর ঘটনা, সূরা কাহাফ এর অলৌকিক ঘটনা, দুই বন্ধুর ঘটনা, দাজ্জাল কবে আসবে পৃথিবীতে, দাজ্জাল দেখতে কেমন, দাজ্জাল কোথায় আছে, দাজ্জাল কোন দ্বীপে বন্দী আছে, কবরের জীবন কেমন হবে, দুনিয়ার দৃষ্টান্ত ক্ষণস্থায়ী জীবন, সূরা কাহাফ এর দুই বন্ধুর ঘটনা, ধনী বন্ধু, দুনিয়ার চাকচিক্য, পরকালীন অবিশ্বাস, আধুনিক বস্তুবাদ, নফসের জুলুম, আল্লাহর শাস্তি, ইসলামের শিক্ষা, দুনিয়ার মোহ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: